আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দুই কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত যৌথ সম্মতিতে হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় মঙ্গলবার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি (৪ দশমিক ৭ বিলিয়ন) ডলারের সমতুল্য ঋণ মঞ্জুর করে। এর মধ্যে তিন কিস্তি বাবদ ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমতুল্য অর্থ ইতোমধ্যে পাওয়া গেছে। বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সাপেক্ষে আইএমএফ ঋণের কিস্তির টাকা ছাড় করে থাকে।

অর্থ মন্ত্রণালয় বলছে, বাজেট সাপোর্ট প্রোগ্রামের আওতায় যে সব সংস্কার কার্যক্রম নেওয়া হয় তার মধ্যে কিছু কার্যক্রম বাস্তবায়নে নির্ধারিত সময়ের চাইতে বেশি সময় প্রয়োজন হতে পারে। সে কারণে বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দুইটি কিস্তি একসাথে ছাড়ের বিষয়ে সম্মত হয়।

এ প্রেক্ষিতে আইএমএফ চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ একসাথে ছাড় করার বিষয়ে সম্মত হয়েছে। আগামী এপ্রিল মাসে নির্ধারিত রিভিউ মিশন এবং জুন মাসে আইএমএফ এর বোর্ড সভায় অনুমোদনের পর এ কিস্তি দু’টির অর্থ একসাথে আগামী জুনে ছাড় করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ

এছাড়াও পড়ুন:

মেহজাবীন আমার জীবনে মূল্যবান ব্যক্তি, বলেছিলেন রাজীব

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দু’জনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দু’জনই মুখে কুলুপ আঁটেন। 

দীর্ঘদিন ধরেই শোবিজে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে ঘিরে প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। তবে তাদের কেউই সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। যদিও একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে প্রায়ই। প্রশ্ন করলেই এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। তবে তারা যে একে অপরের আবিষ্ট তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা।

এবার ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) থেকেই শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ যুগল। মেহজাবীন-রাজীবের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আগামী ২০ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন তারা। আরেকটি সূত্র বলছে ২০ নয় ২৩ তারিখে হবে তাদের গায়ে হলুদ। আর বিয়ের আনুষ্ঠানিকতা হবে ২৪ জানুয়ারি। 

সূত্র বলছে, ইতোমধ্যে বিয়ের দাওয়াত কার্যক্রম চালাচ্ছেন এ জুটি। বিয়ের দিন এ দুই তারকার পরিবার ও কাছের মানুষেরা উপস্থিত থাকবেন। তবে এ বিষয়ে এখনও মেহজাবীন বা রাজীবের কেউই মুখ খুলেননি। মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি। 

এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন এ যুগল। তবে বরাবরই এসব এড়িয়ে গেছেন তারা। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ তবে প্রেম ও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।

এমনকি বছরখানেক আগে এ-ও শোনা গিয়েছিল যে, ইতোমধ্যে তারা বিয়ে সেরে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তবে এ গুঞ্জনেও সিলমোহর দেননি তাদের কেউই! এবার অবশ্য বিয়ের বিষয়টি চূড়ান্ত। অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবীন!

প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন মেহজাবীন চৌধুরী। নজর কেড়েছেন ওয়েব ফিল্মেও। ইতোমধ্যে অভিষেক করেছেন বড় পর্দাতেও। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

সম্পর্কিত নিবন্ধ

  • মেহজাবীনদের আগেও যেসব প্রেম–বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল
  • ভিডিও কলে হোয়াটসঅ্যাপ সংযোগ
  • একসঙ্গে সব জিম্মি মুক্তির প্রস্তাব হামাসের
  • কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
  • দুই কিস্তির ঋণ ছাড়ে আইএমএফের সম্মতি: অর্থ মন্ত্রণালয়
  • আইএমএফের ঋণের কিস্তির ছাড় নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • মেহজাবীন আমার জীবনে মূল্যবান ব্যক্তি, বললেন রাজীব
  • মেহজাবীন আমার জীবনে মূল্যবান ব্যক্তি, বলেছিলেন রাজীব
  • আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি পেতে দেরি হবে