নওগাঁর রাণীনগরে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ও টাকা দাবির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- সামিউল ইসলাম ও কালাম শেখ। তারা উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো.

নাজমুল হক বলেন, ১১ ফেব্রুয়ারি এক নারী গোসল করছিল। এ সময় মামলার এক নম্বর আসামি সামিউল গোপনে গোসলের ভিডিও ধারণ করে। এরপর ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ওই নারী ও তার পরিবারের নজরে এলে ভিডিওটি ডিলিট করেত বলা হয়। কিন্তু ভিডিওটি ডিলিট না করে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে। এ ঘটনায় আজ ভুক্তভোগী নারী বাদি হয়ে তিনজনকে আসামি করে রাণীনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: নওগ র ণ নগর

এছাড়াও পড়ুন:

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রাজশাহী জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে জড়ো হতে শুরু করেন। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন কারা। এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

আরো পড়ুন:

সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

কুয়েটের ভিসিকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষার্থীরা শিক্ষাখাতে সব ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখারও হুঁশিয়ারি দেন তারা।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ