আওয়ামী লীগ এর ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মুছাপুর ইউনিয়ন বারপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় আওয়ামী লীগের দোসর যুবলীগ ও ছাত্রলীগের এর প্রেতাত্মাদের হুশিয়ার করে নারায়ণ গঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ বলেন শেখ হাসিনার দোসর নিষিদ্ধ ছাএলীগ যে হরতালের ডাক দিয়েছিলো তার কোন সুফল পাওয়া যায়নি তার জন্য আমি এই শান্তিময় দেশে অরাজকতা সৃষ্টি লক্ষে যারা এ ধরনের কাজ করে তাদেরকে ছাড় দেওয়া হবেনা।

 দেশের প্রতিটা জেলায় যে হরতালের ডাক দিয়েছিলো আজকে আর যদি কোন দিন এই ধরনের আওয়ামী লীগের প্রেতাত্মারা হরতাল ডাক দেয় এবং দেশটাকে অশান্ত করে তুলে দেশের মানুষ ও নেতা কর্মীদেরকে সাথে  নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

এসময় তিনি আরো বলেন শুনেছি সেলিম ওসমানের পালিত ছেলে মাকসুদের নেতৃত্বে আওয়ামীলীগ সন্ত্রাসীরা চোরা গোপ্তা ভাবে জ্বালাও পোড়াও করছেন।

অন্যদের মধ্যে বক্তব্য  বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন আমরা এ দেশে শান্তি চাই, এ দেশের মানুষ কে ভোট অধিকার দিতে চাই, এই খুনি হাসিনার প্রেতাত্মা দের আর যদি এই ধরনের হরতাল সভা সমাবেশ করার চিন্তা করে তাহলে তাদের  হাত-পা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। এবং এদেশে আর কোন দিন তাদের ঠাই দেওয়া হবে  না। 

আজকে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে নির্দেশ দিবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব এই সময় আজকে অন্যদের মধ্যে এই বিক্ষোভ মিছিল এ অংশ নেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি  সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন,ধামগড় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ অনিক,মুসাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম,বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল মিয়া,শামীম মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক মহাসিন মিয়া,মুসাপুর ইউনিয়ন বিএনপি র সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম কলাগাছিয়া ৪নং ওর্য়াড  বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন প্রমুখ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ হরত ল র আওয় ম

এছাড়াও পড়ুন:

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। এতদিন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। গত ১৯ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণে সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠলো।

রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক  বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানানো হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ৯৩৩ টাকা বেড়ে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ