সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য বিচারপতি তারিক উল হাকিম ও অধ্যাপক সুমাইয়া খায়ের
Published: 18th, February 2025 GMT
সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে তারিক উল হাকিম ও সুমাইয়া খায়েরকে মনোনীত করা হয়েছে। তারিক উল হাকিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আর সুমাইয়া খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আজ মঙ্গলবার এক সভায় ওই দুজন সদস্যের নাম চূড়ান্ত করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিলের প্রথম সভা আজ বেলা আড়াইটায় প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দুজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পর উল্লিখিত দুজনের নাম চূড়ান্ত করা হয়। এই দুই সদস্যসহ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ সভা ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ শিরোনামে একটি অধ্যাদেশ গত ২১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশ্যে, অধ্যাদেশ অনুসারে উপযুক্ত ব্যক্তি বাছাই করে সুপারিশের জন্য সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে একটি স্থায়ী কাউন্সিল থাকবে বলা হয়। অধ্যাদেশ অনুসারে সাত সদস্যের সমন্বয়ে কাউন্সিল গঠিত হবে। আর এই কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে থাকবেন প্রধান বিচারপতি।
অধ্যাদেশের বিধান অনুযায়ী, আপিল বিভাগে কর্মরত বিচারকদের মধ্য থেকে কর্মে প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারকদের মধ্য থেকে কর্মে প্রবীণতম দুজন বিচারক (বিচার কর্ম বিভাগ হতে নিযুক্ত ব্যতীত একজন এবং বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত একজন), আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল (যিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান) এবং একজন আইনের অধ্যাপক বা আইনবিশেষজ্ঞ—সদস্য হিসেবে থাকবেন। বিধান অনুসারে চেয়ারপারসন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি এবং একজন আইনের অধ্যাপক বা আইনবিশেষজ্ঞকে সদস্য হিসেবে মনোনীত করবেন। বিধান অনুসারে, মনোনয়নের দিন থেকে তাঁদের মেয়াদ হবে দুই বছর এবং এমন কোনো সদস্যকে পরবর্তী অনধিক দুই বছরের জন্য পুনরায় মনোনীত করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত একজন ন ত কর অন স র সদস য
এছাড়াও পড়ুন:
টাকা দিয়েও পছন্দের সিট পাননি ইমন, আনলেন হেনস্থার অভিযোগ
কলকাতার জনপ্রিয় গায়িকা মন চক্রবর্তী বিমানযাত্রায় সময় বিরূপ অভিজ্ঞতার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। গায়িকার অভিযোগ, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি।
গত শনিবার ইন্দোরে শো করেন তিনি। আর সেখান থেকেই বিমানে দিল্লি যাওয়ার পথে ঘটল হেনস্তার মতো এই ঘটনা।
ইমন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’
ইমনের পোস্টের মন্তব্যঘরে আরও অনেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে হওয়া বিরূপ অভিজ্ঞতা আনলেন সামনে। একজন লেখেন, ‘যা খুশি তাই হচ্ছে’। অন্যজন লিখলেন, ‘গত মাসে আমাদের সঙ্গেও এরকম হয়েছে। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম। আমরাও সিট পছন্দ করে অতিরিক্ত অর্থ দিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয় এভাবেই।’
একজন আবার ইমনকে কটাক্ষ করে লেখেন, ‘এই সমস্যাগুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সঙ্গেই হয়। আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। যদি কেউ এমন পোস্ট করে সেটা হাস্যকর ছাড়া কিছু নয়। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমি ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন।’
এই মন্তব্যের জবাবও দেন ইমন। বিরক্তি নিয়ে লেখেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’