উত্তরায় বাসচাপায় নারীর মৃত্যু
Published: 18th, February 2025 GMT
রাজধানীর উত্তরায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম গেনেদা বেগম (৫৫)। পেশায় তিনি গৃহকর্মী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তরার জমজম টাওয়ারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গেনেদা বেগম সড়ক পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাইদা বাসের চালক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গেনেদা বেগমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তাঁর স্বামীর নাম আবদুল গনি। তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরে থাকতেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।