হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রোড শো শুরু হয়েছে। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ‍বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রুয়েট, এইউএসটি ও ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোড শোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। রোড শোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগ সম্পর্কে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলতি বছরের মার্চ পর্যন্ত এই রোড শো অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটির উদ্বোধন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের জন্য নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তী সময়ে চীনে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি জ্ঞান ও দক্ষতাভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রতিবছর বিভিন্ন দেশের বিজয়ীরা এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেন। এরই মধ্যে বিশ্বব্যাপী ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য এই প র

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, পদ ৬৯, দ্রুত আবেদন করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন গোপালগেঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামী রোববার। এই প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে।

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১০২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: ষ্টোর কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৬১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৪৭
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদনের বয়স—
৩০ মার্চ ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহনযোগ্য নয়।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
এর আগে ১১.১২.২০২৪ সালের বিজ্ঞপ্তিতে ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’, ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’, ‘স্টোর কিপারম স্বাস্থ্য সহকারী’ ও ‘ড্রাইভার’ পদে যারা আগে আবেদন করেছেন, তাঁদের আবেদনের প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, পদ ৬৯, দ্রুত আবেদন করুন
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ মার্চ ২০২৫)
  • পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫
  • ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা
  • নেসকোতে চাকরি, গাড়ির সঙ্গে বেতন ১ লাখ ৭৫ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (২৭ মার্চ ২০২৫)
  • আজ শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫, থাকছে ঈদ নিয়ে বিশেষ আয়োজন
  • দাখিল পরীক্ষা ২০২৫–এর নতুন রুটিন, বদলে গেল বাংলা প্রথম পত্র–উচ্চতর গণিত পরীক্ষার তারিখ
  • আজ টিভিতে যা দেখবেন (২৬ মার্চ ২০২৫)
  • নারীর প্রতি সহানুভূতি, নাকি অনুভূতির রাজনীতি