উত্তরায় সেই দম্পতির ওপর হামলা চালায় ৭ জন, আটক আরো ১
Published: 18th, February 2025 GMT
সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে ধারালো রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে অনুরোধ করতে থাকেন। তাতেও কাজ না হওয়ায় একপর্যায়ে নিজের জীবন বাজি রেখে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
পরে জানা যায় ভুক্তভোগী ওই পুরুষ ও নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম মকবুল ও ইফতি। ধারালো অস্ত্রের মুখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন স্ত্রী ইফতি। একইসঙ্গে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের এমন নৃশংসতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে ওঠে প্রতিবাদমুখর।
হামলার সময় স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীদের অনেকে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এসময় আটকদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এরপর সোমবার রাতেই গ্রেপ্তার দেখানো হয় তাদের। আজ মঙ্গলবার আরো একজনকে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে হামলায় জড়িত ৭ জনের মাঝে এ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩ হামলাকারীকে। গ্রেপ্তাররা হলো- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) ও আলফাজ। এই কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার।
জানা যায়, ভুক্তভোগী মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু। ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে আরো যারা জড়িত; তাদের সবাইকে খুঁজে বের করা হবে।
ঘটনার কারণ জানিয়ে হাসান মঈন বলেন, কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার। তারা সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে প্রতিবাদ জানান মকবুল ও ইফতি। এতে ক্ষীপ্ত হয়ে গ্যাং বাহিনী জড়ো করে তারা। পরে মোবারক ও রবি রায় ওই দম্পতিকে কোপানো শুরু করে।
স্থানীয়রা জানান, টঙ্গী এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য তারা। সন্ধ্যার পর উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।