মো. মোস্তাফিজুর রহমান সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মো. মোস্তাফিজুর রহমান সিটিজেনস ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন বিভাগ ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মো.

মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমকম ও বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন ক প এলস ব যবস

এছাড়াও পড়ুন:

হরভজনের কাছে হিন্দি পরীক্ষা দিয়ে কত পেলেন উইলিয়ামসন

এবারের আইপিএলে ক্রিকেটার হিসেবে নেই কেইন উইলিয়ামসন। তবুও এই টুর্নামেন্টে ঠিকই আছেন তিনি—ধারভাষ্য দিচ্ছেন, করছেন খেলার বিশ্লেষণ। ওখানে মাঝেমধ্যে তাঁর ‘সেন্স অব হিউমার’ দিয়ে দিচ্ছেন আনন্দও।

তেমন একটি মজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে স্টার স্পোর্টস। আইপিএলের সম্প্রচারক চ্যানেলটির এক অনুষ্ঠানে উইলিয়ামসনের হিন্দি ভাষাজ্ঞানের পরীক্ষা নেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

কিউই তারকার কাছে তিনি জানতে চান হিন্দি ‘শতক’ শব্দটির অর্থ কী। এ জন্য ক্লুও দেওয়া হয় উইলিয়ামসনকে, ‘এই জিনিস তোমার অনেকগুলো আছে।’ অনুমান করতে গিয়ে উইলিয়ামসন বললেন, ‘ছেলেমেয়ে?’ সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ফেটে পড়েন হরভজন ও উপস্থাপক। উত্তরটা যে ভুল, বুঝতে পারেন উইলিয়ামসন, তাঁকে জিজ্ঞেস করা হয়, কয়টা ছেলেমেয়ে তাঁর? কিউই ব্যাটসম্যান জানান, ‘তিনটি’। তখন হরভজন বলেন, ‘না, এটা আরও বেশি।’

তখন আবারও অনুমান করেন উইলিয়ামসন— ‘উইকেট’। ব্যাটসম্যান হিসেবে খ্যাতি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৩টি উইকেটও আছে। তবে ওই উত্তরটিও যে সঠিক হয়নি, বুঝতে খুব বেশি সময় লাগেনি উইলিয়ামসনের। একটু পরই তাঁকে জানিয়ে দেওয়া হয় আসল উত্তর, ‘শতক’ মানে ‘সেঞ্চুরি’ ।

আরও পড়ুন৪১ বলে ১৩ ছক্কা, ১২৩ রান—হায়দরাবাদের অনিকেতের আসল পরিচয় কী১ ঘণ্টা আগে

আইপিএলের গত আসরে ক্রিকেটার হিসেবেই ছিলেন উইলিয়ামসন—তবে গুজরাট টাইটানসের হয়ে দুটি ম্যাচে খেলেছেন তিনি। এ বছরের নভেম্বরে মেগা অকশন থেকেও উইলিয়ামসনকে নেওয়ার আগ্রহ ছিল না কারও। এরপর ধারাভাষ্যকার হিসেবে এবারের আইপিএলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন।

ক্রিকেটের মাঠটাও অবশ্য এখনো ছাড়েননি উইলিয়ামসন। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে সেঞ্চুরিও করেছেন তিনি। পরে তাঁর দল নিউজিল্যান্ড উঠেছে ফাইনালে। এখন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন।

আরও পড়ুনঋষভ পন্তের ওপর রেগে গিয়ে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ