ত্রয়োদশ সাধারণ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা হলে আওয়ামী লীগ ঢুকে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘‘একটি পক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চিল্লাচ্ছে। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যে সকল আওয়ামী লীগার আছে, জানের ভয়ে পালিয়ে আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন করা মানে গ্রামে মহল্লায় ভাগাভাগি, মারামারি; তার মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে।’’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘সংস্কার প্রস্তাব তো আমরা প্রত্যাখ্যান করি নাই। আমরা শুধু কোন কোন জায়গায় একমত নই, তা জানিয়ে দিয়েছি। এখন একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, সেটা তো মানব না।’’ 

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন : তারেক রহমান

বিএনপিতে সুযোগ সন্ধানীদের স্থান নেই: দুলু

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘অন্তবর্তী সরকারের দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন করা নয়। তাদের কাজ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। স্থানীয় নির্বাচনের অর্থ আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে লাগবে দুই বছর। সেই সুযোগে অন্তবর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে। এটি হবে না। তাই আগে জাতীয় নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।’’

প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনি বড় প্রতিবেশী, আমরা স্বীকার করি। কিন্তু আপনি যদি বড় প্রতিবেশী হয়ে সবসময় আমাদের সঙ্গে মোড়লগিরি করতে চান, তাহলে দেশের মানুষ আপনাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। এই বাস্তবতা আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন।’’

টুকু বলেন, ‘‘ভারত যে ভালো প্রতিবেশি তার প্রমাণ দিতে পারছে না। তাই বাংলাদেশের আপামর জনতা আজ ভারতবিরোধী হয়ে গেছে। এই বাস্তবতা বুঝুন, বুঝে পররাষ্ট্রনীতি ঠিক করুন, আমাদের দিকে হাত পাতান। আমরা হাত বাড়িয়ে দেবো কিন্তু অন্যায়কারীদের প্রশ্রয় দিবেন, ফেলানীকে ঝুলিয়ে রাখবেন, আমার ন্যায্য হিস্যা দিবেন না; তারপরও যদি আমাদের কাছে সুপ্রতিবেশী সুলভ ব্যবহার চান, তাহলে তো পাবেন না।’’

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আওয় ম ল গ আওয় ম ব এনপ

এছাড়াও পড়ুন:

দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না দ্রুত নির্বাচন দিন

দেশকে অস্থিতিশীল এবং নৈরাজ্যের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে, অস্থির অবস্থায় না রেখে দয়া করে দ্রুত নির্বাচন দিন। যতটুকু সংস্কার দরকার, ততটুকু সংস্কার করেন। কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দেন, ভোটের একটা রোডম্যাপ জনগণকে জানিয়ে দেন। যে সরকার গঠিত হবে তার পেছনে জনগণ থাকবে। জনগণ না থাকলে সে সরকার কাজ করতে পারবে না। 

তাই জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিন।’ 
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। 
মির্জা ফখরুল আরও বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলকে বলব, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে জাতির ঐক্য নষ্ট হয়। এ মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। এ ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সত্যিকার অর্থে মানুষ সংস্কার বলতে বুঝে, দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড়, মাথার ওপরে ছাদ, অসুস্থ হলে চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়া। এখন যে ব্যবস্থা চলছে তাতে শান্তি আসবে না। রাষ্ট্র সংস্কারে বিএনপি যে ৩১ দফা দিয়েছে তাতেই সমাধান আছে।’ 
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সহসাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সি, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না দ্রুত নির্বাচন দিন
  • সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: ফখরুল 
  • সংস্কার সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না: মির্জা ফখরুল ইসলাম
  • জাতিকে অস্থির না রেখে দ্রুত নির্বাচনটা দিন: মির্জা ফখরুল
  • জাতিকে অস্থির অবস্থায় না রেখে দ্রুত নির্বাচনটা দিন: মির্জা ফখরুল
  • দেশে সর্বপ্রথম হবে পার্লামেন্ট ইলেকশন, চক্রান্ত কইরেন না, চক্রান্ত করা ভালো না: ফজলুর রহমান
  • ‘আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার নেই’
  • সংস্কারের নামে বিলম্ব না করে, রাস্তা দেখিয়ে দিন: বিএনপি নেতা ফারুক
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের অস্তিত্বের দাবি হয়ে দাঁড়িয়েছে: আমীর খসরু