বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন : তারেক রহমান
Published: 18th, February 2025 GMT
বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘‘বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা খনন ও পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণ করা হবে। প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে।’’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রংপুরের কাউনিয়া রেলসেতু পয়েন্টসহ নদীবেষ্টিত পাঁচ জেলার ১১ পয়েন্টে চলমান ৪৮ ঘণ্টার তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘বাংলাদেশের মানুষ আর কাঁটাতারের বেড়ায় ফেলানীর মতো লাশ দেখতে চায় না। সীমান্তে রক্তাক্ত দেহও আর দেখতে চায় না।’’
আরো পড়ুন:
বিএনপিতে সুযোগ সন্ধানীদের স্থান নেই: দুলু
উপদেষ্টাদের উদ্দেশে ফখরুল
‘ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে দল গঠন করুন’
তিনি আরো বলেন, ‘‘সব আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত গজলডোবা বাঁধ নির্মাণ করে আমাদের দেশের পানি নিয়ন্ত্রণ করছে। তাদের এই অ-প্রতিবেশী আচরণের কারণে উত্তরাঞ্চলের লাখো মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। পানির অভাবে তিস্তা অঞ্চল ধূ ধূ বালুচরে পরিণত হয়েছে।’’
তারেক রহমান বলেন, ‘‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। অথচ ভারত তিস্তার দুর্দশাগ্রস্ত মানুষসহ এদেশের জনগণকে মনে না রেখে পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে। গত ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকার একতরফা চুক্তির মাধ্যমে ভারতকে সুবিধা দিয়ে এসেছে। তাদের অপ্রতিবেশী আচরণের কারণে আজ তিস্তা পাড়ে অধিকার আদায়ের গণ-আন্দোলন গড়ে তুলতে হচ্ছে।’’
তিনি আরো বলেন, ‘‘এবার ভারত যদি তিস্তার ন্যায্য হিস্যা না দেয়, তাহলে জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, নদীকে রক্ষা করতে এবং নাব্যতা ধরে রাখতে সমস্যার সমাধানের পথ আমাদেরই খুঁজে নিতে হবে। অধিকার আদায়ে আন্তর্জাতিকভাবে সম্ভাব্য সব কৌশল কাজে লাগাতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে।’’
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘‘জাতীয় নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন। একেক উপদেষ্টা একেক রকম বক্তব্য দেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে।’’
সবশেষে তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আজ এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই; জাগো বাহে, দেশ বাঁচাই।’ এই হোক আমাদের শপথ।’’
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে রংপুরের কাউনিয়া রেলসেতু ছাড়াও তিস্তা-সংলগ্ন পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে এই আন্দোলন চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
তিস্তা নদী পাড়ে লাখো মানুষ সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে। আজ রাত ১২টায় শেষ হবে ৪৮ ঘণ্টার লাগাতার এ কর্মসূচি।
ঢাকা/আমিরুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র সরক র ক ষমত
এছাড়াও পড়ুন:
‘সুপার সানডেতেও’ পারল না ধোনির চেন্নাই, হাসারাঙ্গার ঘূর্ণিতে রাজস্থানের স্বস্তি
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ‘শুক্রবার রাতের ব্লকবাস্টারে’ অসহায় আত্মসমপর্ণ করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ব্যাটিং অর্ডারের নয় নম্বরে নেমে সমালোচিত হয় ধোনি ও চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট।
কাল অবশ্য নিজের স্বচ্ছন্দ্যের পজিশন সাতেই ফিরেছেন ধোনি। কিন্তু একটি করে চার ও ছক্কায় তাঁর ১১ বলে ১৬ রান কোনো কাজে আসেনি। ‘সুপার সানডেতে’ চেন্নাইও পেরে ওঠেনি। ম্যাচ কিছুটা জমিয়ে তোলার আভাস দিলেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের কাছে ৬ রানে হেরে গেছে।
গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। বোলিংয়ে রাজস্থানের নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান এই লেগ স্পিনার ৩৫ রানে ৪ উইকেটে নিয়ে ব্যবধান গড়ে দিয়েছেন। তবে বিধ্বংসী ব্যাটিংয়ের (৩৬ বলে ৮১ রান) সুবাদে ম্যাচসেরার পুরস্কারটা হাসারাঙ্গার সতীর্থ নীতীশের হাতে উঠেছে।
এবারের আইপিএলে এটিই রাজস্থানের প্রথম জয়। আর চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। আজকের জয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে তলানিতে নামিয়ে পয়েন্ট তালিকার নয়ে উঠে এসেছে রাজস্থান। চেন্নাই আছে সাতে।
সংক্ষিপ্ত স্কোররাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৮২/৯
(নীতীশ ৮১, পরাগ ৩৭, স্যামসন ২০, হেটমায়ার ১৯; নুর ২/২৮, পাতিরানা ২/২৮, খলিল ২/৩৮, জাদেজা ১/১০)।
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৭৬/৬
(রুতুরাজ ৬৩, জাদেজা ৩২*, ত্রিপাঠি ২৩, দুবে ১৮, ধোনি ১৬; হাসারাঙ্গা ৪/৩৫, আর্চার ১/১৩, সন্দ্বীপ ১/৪২)।
ফল: রাজস্থান রয়্যালস ৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নীতীশ রানা।