বড় প্রত্যাশা নিয়ে নারীদের ঢাকা লিগ
Published: 18th, February 2025 GMT
মাঝে সোনালী রঙের ট্রফি। দুই পাশে দাঁড়িয়ে দেশের ৯ নারী ক্রিকেটার। নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের অফিসিয়াল ট্রফি উন্মোচনে হাজির হয়েছিলেন ৯ ক্লাবের ৯ অধিনায়ক। একাডেমি ভবনে ট্রফি উন্মোচনের আগে মিরপুরের সবুজ গালিচাতেও বসেছিলেন তারা। যেখানে মধ্যমনি হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কেননা দল পাল্টে তার ঠিকানা হয়েছে নতুন ক্লাব শেলটেক ক্রিকেট একাডেমি।
মিরপুরে লম্বা সময় ধরে নারীদের ঢাকা লিগের খেলা হচ্ছে না। এবার সেই সুযোগটি পেয়েছেন নিগার সুলতানারা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নতুন আসরের উদ্বোধনী দিনে মিরপুরে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেলটেক ক্রিকেট একাডেমি। এদিন আরো দুইটি ম্যাচ হবে বিকেএসপি ও ইউল্যাবে। বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। ইউল্যাবে খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বিকেএসপি, বাংলাদেশ আনসার এবং কলাবাগান ক্রীড়া চক্র।
এবারের প্রিমিয়ার লিগকে ঘিরে বড় প্রত্যাশা ক্রিকেটারদের। প্রথমত, যথাসময়ে লিগ আয়োজন করায় বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন তারা। দ্বিতীয়ত, তাদের প্রত্যাশা ভালো বলে, স্পোর্টিং উইকেটে প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলার। তৃতীয়ত, এই লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসা এবং চতুর্থত, বিশ্বকাপ বাছাইপর্বের সাম্ভাব্য প্রস্তুতি নিশ্চিত করা।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে তারকার ছড়াছড়ি, আছেন এক বাংলাদেশি
আয়োজক পাকিস্তানের শিকল ভাঙার গান
নিগার সুলতানার কণ্ঠে ফুটে উঠে সব, ‘‘এবার দল কমেছে, তবে দলগুলি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জায়গা হবে ক্রিকেটারদের জন্য। জাতীয় দলের দুয়ার সবসময় সবার জন্য খোলা, যারাই ভালো করবেন, তারাই আসবেন। স্থায়ী কিছু নেই। প্রতিটি ক্রিকেটারের জন্য এটি তাই চ্যালেঞ্জ। সবাই তো ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। অনেকে বিভিন্ন একাডেমিতে নিজে খরচ করে অনুশীলন করে ভালো প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলতে আসেন। তাদের জন্য এটি বড় সুযোগ নিজেদেরকে মেলে ধরার।”
“সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আছে, এর আগে এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কদিন আগে আমরা চার দিনের একটি ক্যাম্প করেছি। যে ক্রিকেটাররা সেখানে ছিল, বেশির ভাগই বিভিন্ন ক্লাবের ক্রিকেটার। সেখানেও এভাবে সবাইকে বলা হয়েছে যে, এই টুর্নামেন্ট (ঢাকা লিগ) যেন আমরা সেই ভিত্তিতেই খেলি, যেভাবে আমরা নিজেদের দেখতে চাই কোয়ালিফায়ারে। এখানে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটির প্রভাব কোয়ালিফায়ারে পড়বে।”-
যোগ করেন নিগার সুলতানা। পঞ্চাশ ওভারের ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। খেলা শুরু হবে সকাল ১০টায়।
ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য এক ড ম
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪