প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
Published: 18th, February 2025 GMT
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তাঁর চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’
উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত অগ্রসর হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত কুয়েনৎসিল বলেন, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।
রাষ্ট্রদূত বলেন, ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। এ ছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন কেব্ল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অগ্রসর হয়েছে বলে জানান তিনি।
সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের সম্পর্কোন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের একজন ভালো বন্ধু হিসেবে ভূমিকা রাখায় অধ্যাপক ইউনূস ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদার উদ্যােগে ঈদ সামগ্রী উপহার প্রদান
আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যাণে অরাজনৈতিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান ইন্তিফাদার উদ্যােগে ৩০০ শত সুবিধাবঞ্চিতদের মাঝে একটি করে মুরগি সহকারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা দারুল আমান মসজিদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন- সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ জামাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দারুল আমান মসজিদের সভাপতি ও ইন্তিফাদা সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব কফিল আহমেদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মো মওদূদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী হোসাইন, মনির হোসেন, মেহেদী হাসান সহ আরো অনেকে।