ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে নয়: তারেক রহমান
Published: 18th, February 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট একজন খুনি এদেশ থেকে পালিয়ে গেছে। ভারত সরকার শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে নয়। তাই পানির জন্য জন্য দেশের মানুষকে আন্দোলন করতে হচ্ছে।
তিনি আরো বলেন, পানির ন্যায্য হিস্যা কারো করুণার বিষয় নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা বাংলাদেশের মানুষের প্রাপ্য। ভারত ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে অপ্রতিবেশিসুলভ আচরণ করেই চলছে।
মঙ্গলবার বিকেলে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ ব্যতিক্রমধর্মী আন্দোলনের টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিস্তা নদীর রক্ষা আন্দোলনের মুখ্য সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করেন।
সমাবেশে তিনি আরো বলেন, পলাতক স্বৈরাচার বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা ভারত সারাজীবন মনে রাখবে। ক্ষমতায় থাকার জন্য পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে আর ভারত পলাতক স্বৈরাচারকে যা দিয়েছে তা কেবল তাকে আশ্রয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের মানুষ কিছুই পায়নি।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার ক্ষেত্রে তিনি বলেন, সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের স্বার্থকে প্রথম ও প্রধান অগ্রাধিকার দিতে হবে। বন্ধুত্বের দোহাই দিয়ে সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশ আর দেখতে চাই না, আর কোনো বাংলাদেশির রক্তাক্ত লাশ দেখতে চায় না এদেশের জনগণ। জনতার এই মহাসমাবেশে প্রায় অর্ধ লক্ষাধিক লোক উপস্থিত ছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যেন স্বৈরাচার ও খুনির দলের পুনর্বাসন না হয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে একেক উপদেষ্টার একেক সময়ের বক্তব্য খুনি ও মাফিয়া চক্রকে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির পথ সুগম করে দেয়। এজন্য প্রতিটি গণতান্ত্রিক দল এই সরকারকে রোডম্যাপ ঘোষণার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে।
এদিকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে পদযাত্রা, তিস্তা নদী হেঁটে পার হওয়া ও মঞ্চে ভাওয়াইয়া গান পরিবেশিত হয়। বেলা ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু হতে পদযাত্রা শুরু হয়ে তা কাউনিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে পদযাত্রাটি ফিরে আসে লালমনিরহাট সেতু এলাকায়।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের মুখ্য সমন্বয়কারী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই পদযাত্রায় প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোক অংশগ্রহণ করেন। পরে বিকেল তিনটায় সেতু সংলগ্ন তিস্তা নদীতে হেঁটে পার হয় কয়েক হাজার মানুষ। এ সময় তারা বিভিন্ন প্লেকার্ড বহন করে।
তিস্তা নদীর রক্ষা আন্দোলনের মুখ্য সমন্বয়কারী আসাদুল হাবিব বলেন, তিস্তা নদীতে হেঁটে পার হয়ে আমরা বিশ্বকে প্রমাণ করে দিয়েছি নদীতে পানি নেই।
তিস্তা সড়ক সেতু ও রেলসেতুর মাঝামাঝি এলাকায় চরে দিনভর বিভিন্ন গ্রামীণ খেলায় মেতে ওঠেন এখানকার মানুষজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ত র ক রহম ন পদয ত র ব এনপ র সরক র
এছাড়াও পড়ুন:
স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদি শোষণ, বৈষম্য এবং দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রাম। এ যুদ্ধে সাধারণ জনগণের পাশাপাশি বাঙালি সেনাসদস্য, পুলিশ, আনসার ও ইপিআর (পূর্ব পাকিস্তান রাইফেলস) প্রতিটি ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে।
২৫ মার্চ ১৯৭১ পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকায় বর্বর হামলা চালালে বাঙালি সেনারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহী বাঙালি সেনাসদস্যদের নেতৃত্বে মুক্তিবাহিনী গঠিত হয়, যা ছিল মুক্তিযুদ্ধের মূল সামরিক বাহিনী। পূর্ব পাকিস্তানে থাকা বিভিন্ন সেনা, পুলিশ, ইপিআর ও আনসার সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। বাঙালি সেনারা স্থানীয় জনগণকে সংগঠিত করে বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কার্যক্রম আরও কার্যকর করার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যেখানে প্রতিটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য সেক্টর কমান্ডাররা হলেন– মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর সফিউল্লাহ, মেজর চিত্তরঞ্জন দত্ত, মেজর মীর শওকত আলী, উইং কমান্ডার বাশার, মেজর কাজী নুরুজ্জামান, মেজর আবু ওসমান চৌধুরী, মেজর জলিল, কর্নেল তাহের প্রমুখ। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে আরও গতিশীল ও আক্রমণাত্মক করার লক্ষ্যে মুক্তিবাহিনীর তিনটি ব্রিগেড (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) গঠন করা হয়, যারা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয়। এই সেক্টরভিত্তিক সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং যুদ্ধে নেতৃত্ব প্রদান করে। সেক্টর কমান্ডাররা বিভিন্ন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে সফলতা অর্জন করেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণের সমন্বয়ে গেরিলা কৌশল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। রেললাইন ও ব্রিজ ধ্বংস এবং শত্রুর রসদ সরবরাহ বাধাগ্রস্ত করে ক্রমান্বয়ে পাকিস্তান বাহিনীকে দুর্বল করাই ছিল গেরিলা যুদ্ধের মূল লক্ষ্য।
বিভিন্ন সেক্টরে পুরো দেশকে ভাগ করার উদ্দেশ্যই ছিল শত্রুকে আলাদাভাবে দুর্বল করে প্রতিহত করা। সেক্টর কমান্ডারদের দক্ষ নেতৃত্ব, যুদ্ধের কৌশল ও সামরিক পারদর্শিতা সেনাসহ সবার মনোবল বৃদ্ধিতে সহায়তা করেছিল, যা অতি দ্রুত যুদ্ধে সফলতা এনেছিল। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত ছিল ১ নম্বর সেক্টর। ঢাকা, কুমিল্লা, আখাউড়া-ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ২ নম্বর সেক্টর, যেখানে নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ। মেজর কেএম সফিউল্লাহ হবিগঞ্জ, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে পূর্বদিকে কুমিল্লা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত ৩ নম্বর সেক্টরে অত্যন্ত সফলতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন। সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৪ নম্বর সেক্টর মেজর সিআর দত্তের নেতৃত্বে গঠিত হয়েছিল। ৫ নম্বর সেক্টর ছিল বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশবিশেষ নিয়ে, দায়িত্বে ছিলেন মেজর মীর শওকত আলী। ৬ নম্বর সেক্টর ছিল দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর নিয়ে; নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার এম কে বাশার। রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণাঞ্চল এবং রংপুরের কিছু অংশ ছিল সেক্টর ৭-এর অন্তর্ভুক্ত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ রব ও মেজর (পরে লে. কর্নেল) কাজী নুরুজ্জামান। ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর (পরে লে. কর্নেল) আবু ওসমান চৌধুরী কুষ্টিয়া, যশোর, দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশে যুদ্ধের নেতৃত্বে ছিলেন। সেক্টর নম্বর ৯: পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশের দায়িত্বে ছিলেন মেজর এম এ জলিল। সেক্টর নম্বর ১০: সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও অভ্যন্তরীণ নৌপরিবহন ছিল এই সেক্টরের অধীনে। এ সেক্টরে নৌ কমান্ডোরা যখন যে সেক্টরে মিশনে নিয়োজিত থাকতেন, সেই সেক্টরের কমান্ডারের নির্দেশে কাজ করতেন। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা (কিশোরগঞ্জ ব্যতীত) নিয়ে গঠিত হয়েছিল সেক্টর নম্বর ১১। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। পরে নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও ফ্লাইট লেফটেন্যান্ট (পরে উইং কমান্ডার) এম হামিদুল্লাহ খান।
সেনাবাহিনীর সদস্যরা শুধু সামরিক যুদ্ধই পরিচালনা করেননি; তারা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত ও প্রশিক্ষিত করেছিলেন। মুক্তিবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা গ্রামের তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের উপযোগী করে তোলেন। সেনারা জনগণের সঙ্গে মিলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ গড়ে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অসীম বীরত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীর অনেক সদস্য সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত সাতজনের মধ্যে তিনজন ছিলেন সেনাবাহিনীর সদস্য; যেমন– ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহি মোস্তফা কামাল ও সিপাহি হামিদুর রহমান।
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়। পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ হাজার সৈন্য আত্মসমর্পণ করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর পরিকল্পনা, কৌশল এবং দৃঢ় মনোবল এই বিজয়ের অন্যতম মূল নিয়ামক।
লে. কর্নেল কামরুজ্জামান পাভেল, পিএসসি: সেনা কর্মকর্তা