নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস্ ড্রিল শেডে সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। 

অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা শেষে পুলিশ সুপার  ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন।

এসময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মো.

সাইফুল ইসলামকে পুরস্কৃত করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অফ স র

এছাড়াও পড়ুন:

‘আ’লীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি করতে চাই’

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনকে সফল করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। 

সাংগঠনিক সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা মহানগর যুবদলের আওতাধীন প্রতিটি ওয়ার্ড ও  ইউনিয়নে কর্মী সম্মেলন করবো। এই কর্মী সম্মেলন মাধ্যমে আমরা প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। 

তারা আরও বলেন, কর্মী সম্মেলন শুধুমাত্র যুবদলের নেতাকর্মীরে উপস্থিত থাকবে অন্য কেউ না। কর্মী সম্মেলনে আওয়ামী লীগের দোসর ও হাইব্রিড কোন নেতাদের যেন না দেখা যায়। আর যেই ওয়ার্ডে কর্মী সম্মেলন হবে সেখানে আওয়ামীলীগের কোন দোসর থাকে তাহলে সেই দায় দায়িত্ব সেই ওয়ার্ডের নেতাকে নিতে হবে।

সুতরাং আমরা আওয়ামীলীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি করতে চাই। এই কর্মী সম্মেলনের মাধ্যমে বিগত দিনে যারা আমাদের সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করে হামলা, মামলা, জেল- নির্যাতন শিকার হয়েছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,  যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অতিরিক্ত নিবন্ধন ফিতে কমেছে জমি বেচাকেনা
  • সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের শুভেচ্ছা
  • সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন
  • আমাদের সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো : নাহিদ 
  • নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
  • ফতুল্লার ইউরোটেক্স শ্রমিকদের ফের সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি
  • ‘আ’লীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি করতে চাই’
  • ভাই আজকে আপনার অফিস নেই, কারাবন্দিরা পলককে
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও  লুটপাটের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ