নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫
Published: 18th, February 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটির শীষমহল আমতলা এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে ভ্যানচালক হাবিবুর রহমানের বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে হাবিবুর রহমানের (২১) বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আজিজুল হক জানান, ২৪ জানুয়ারি রাতে তার ছেলে বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে অপহরণকারীরা ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হাবিবুরকে হত্যার হুমকি দেয়।
এরপর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা কবির ওরফে সগির হোসেন (৩৮), মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা রেহেনা বেগম (২৫), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার বাসিন্দা আরিফ (২৫) , মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেশপুর এলাকার বাসিন্দা সিদ্দিক (৫২) , পটুয়াখালী সদর উপজেলার হাজীখালা গ্রামের বাসিন্দা নুরুজ্জামান (৩৫)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দম্পতি কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে পুরুষদের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করত।
এই ঘটনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হয়। হাবিবুরের পরিচিত এবং গ্রেপ্তারকৃত নুরুজ্জামানের মাধ্যমে রেহেনা তাকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। এরপর মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। হাবিবুর চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সবাই পালিয়ে যায়।
পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অপহরণক র এল ক র ব স ন দ সদর উপজ ল র ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বালু উত্তোলনের প্রতিবাদ করায় জেলেকে সাগরে নিক্ষেপ, আটক ৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করায় রামদাশ (৩২) নামের এক জেলেকে সাগরে নিক্ষেপ করেছে বালু উত্তোলনকারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় অপর এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার সমুদ্র উপকূলে ঘটনাটি ঘটে।
এদিকে, হাতিয়া থেকে অপহৃত জেলেকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। তবে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে দুই ভাই রামদাশ ও লিটন দাশ নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে যান। এসময় ড্রেজার থেকে রামদাশকে সাগরে ফেলে দেওয়া হয়। লিটন দাশকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা।
আরো পড়ুন:
জাতীয় সংগীত অবমাননা, নেতিবাচক ভিডিও প্রচার করায় যুবলীগ নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ি জেলা আ.লীগ নেতা খোকনেশ্বর গ্রেপ্তার
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, “ঘটনাটি জানার পরপরই নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বিভিন্ন স্থানে বেতার বার্তা পাঠানো হয়। পরবর্তীতে হাতিয়া থানা হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ হওয়া লিটন দাশকে উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে নাবিল ফারহান নামের একটি বাল্কহেড। আটক করা হয়েছে ছয়জনকে।”
ঢাকা/রেজাউল/মাসুদ