কুষ্টিয়ায় অবৈধ তিন চাকার যান ট্রলি ও ডাম্প ট্রাক বন্ধের দাবিতে যৌথভাবে মানববন্ধন করেছে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ ও ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’ নামে দুটি সামাজিক সংগঠন। সংগঠন দুটির এই দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুর ১২টায় মানববন্ধন শেষ হয়। এতে চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় মানববন্ধনকারীরা ‘অবৈধ গাড়ি আর নয়, সুস্থ–সবল জীবন চাই’, ‘অবৈধ যান বন্ধ করো, করতে হবে’, ‘পড়তে এসেছি, মরতে না’ ইত্যাদি স্লোগান দেয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কে এম জাহিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেল।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে বেপরোয়াভাবে চলাচলকারী অবৈধ যানের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রতি মাসেই বেড়ে চলেছে। এ ছাড়া এসব যানের দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনকে বারবার অনুরোধ করেও কোনো সুরাহা হচ্ছে না। এই যানগুলো বেশির ভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত গতিতে নিবন্ধনহীন অপ্রাপ্তবয়স্ক চালকের দ্বারা চালিত হয়। ফলে জনবহুল স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পথচারী ও শিক্ষার্থীরা এসব যানের দ্বারা দুর্ঘটনার শিকার হচ্ছে।

গত রোববার ফুলতলা এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের এক ছাত্র ট্রলির ধাক্কায় নিহত হয়। এ ঘটনায় তার দাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দৌলতপুর উপজেলায় একই ধরনের যান আরেক স্কুলশিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেল বলেন, ‘আমাদের দাবি, সবার নিরাপদ চলাফেরার জন্য সূর্যোদয়ের পর থেকে রাত নয়টা পর্যন্ত ডাম্প ট্রাক, অবৈধ ট্রলি, নছিমন, করিমন শহরে ও মহাসড়কে চলাচল বন্ধ করে দিতে হবে।’

মানববন্ধনে অংশ নেওয়া মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শায়লা আক্তার বলে, ‘দুই দিন আগে ছোট্ট এক শিশুর প্রাণ গেছে। আমরা শিক্ষার্থীরা নিরাপদ থাকতে চাই। আমরা পড়তে আসি, মরতে না।’
দশম শ্রেণির ছাত্রী সাদিয়া নুসরাত বলে, ‘সব সময় আতঙ্কে থাকতে হয়, নিরাপদে স্কুলে যেতে বা বাড়ি ফিরতে পারব কি না! এই সড়কে খুবই দ্রুতগতিতে অবৈধ যানগুলো চলে। তাদের না আছে লাইসেন্স, না আছে চালকের লাইসেন্স। তারা বেপরোয়াভাবে চলে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন নিসচার কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ইমরান খান, কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, কুষ্টিয়া জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ প্রমুখ।

কুষ্টিয়া শহরের পাশে গড়াই নদ। এই নদের বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ড থেকে বালু বিক্রির জন্য ইজারা দেওয়া হয়। সেসব বালু ট্রলি ও ডাম্প ট্রাকে দিনের বেলা শহর ও মহাসড়ক দিয়ে বেপরোয়াভাবে চলে। এতেই ঘটে দুর্ঘটনা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অব ধ য ন ন র পদ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম অংশে তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, চাষাড়া, মাসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ডিপিডিসি কর্তৃক পোষ্ট পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা করছে, এই প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী।  

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন এর সঞ্চালনায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সম্মুখে মঙ্গলবার সকাল ১১টায়   মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর নিকট প্রি-পেইড মিটার বন্ধে দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় আটজন বীর মুক্তিযোদ্ধা সহ আমরা নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দের সহিত প্রধান প্রকৌশলী অসৌজন্যমূলক আচরণ করেন। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ ও নেতৃবৃন্দ তার আচরণে অসন্তোষ প্রকাশ করলে তিনি দুঃখ প্রকাশ করেন।

মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বিভিন্ন এলাকায় এই প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের নানা রকম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির কথা তুলে ধরে এই কার্যক্রম বন্ধের জোর দাবী জানান।

প্রধান বক্তা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ বি সিদ্দিক বলেন, এ ধরনের একটি গণবিরোধী কার্যক্রম ডিপিডিসি কর্তৃপক্ষ কিভাবে পরিচালনা করছেন জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। অবিলম্বে এই প্রি- পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে ভুক্তভোগী নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার কথা মতো উপজেলা চলবে, কথা না শুনলি চাকরি কত্তি পারবা না’
  • কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
  • কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন
  • কুয়েটে হামলা: জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
  • ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে।’
  • রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
  • বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগরে মানববন্ধন
  • সুনামগঞ্জ-সিলেট সড়কে কর্মবিরতির ডাক