ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত
Published: 18th, February 2025 GMT
‘সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ জনগনের অধিকার—আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’–এর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলী প্রধান অতিথি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে চক্ষু চিকিৎসক অধ্যাপক মো.
সংগঠনের সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম এইচ ফারূকীর পরিচালনায় সারা দেশ থেকে আগত চিকিৎসকেরা সম্মেলনে অংশগ্রহণ করেন। শুরুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক রশীদ ই মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বেগম ও ফওজিয়া মোসলেম শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা জনগণের সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং এতে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে রাস্তার পাশে পাওয়া গেল নবজাতক, হাসপাতালে ভর্তি
লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে জেলা শহরে মিয়া রাস্তার মাথা এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশ থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
এর আগে, শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় নবজাতককে দেখতে আশপাশের মানুষজন ভিড় জমায় ঘটনাস্থলে। পরে রাতেই পুলিশ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা হাসপাতালে যান শিশুটির খোঁজ নিতে। এ সময় তার সঙ্গে ছিলেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফ হোসেন।
আরো পড়ুন:
রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু
ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী
মিয়া রাস্তা এলাকার বাসিন্দা কামাল মাঝি বলেন, “অন্ধকার থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে। প্রথমে চমকে উঠি। পরে শিশুটিকে কোলে নেই। শিশুটিকে দেখতে মানুষজনও জড়ো হতে থাকে। পরে পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা কেউই দেখেননি।”
সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, “শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তারা শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে আরো ভালো বলতে পারবেন।”
লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও জামসেদ আলম রানা বলেন, “শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছি। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সরকারি দায়িত্বে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করব। কেউ যদি শিশুটিতে নিতে চান, তাহলে আদালতের মাধ্যমে দেওয়া হবে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ