সোনারগাঁয়ের উপজেলা প্রশাসনিক ভবনে হাট-বাজারের ইজারা ড্রপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ১১ টায় এ ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলাস্থ আনন্দ বাজারসহ মোট ১৩টি হাটবাজারের টেন্ডার জমা দিতে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষের সামনে থাকা টেন্ডার বক্সে কাগজ নিয়ে যান সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সহযোগী রতন, মাহফুজ ও সোহাগসহ বেশ কয়েকজন।

এসময় একই কমিটির সাধারণ সম্পাদক মোশারফের সহযোগী হাসনাহিন, মোহন, রাব্বিরা কাগজ জমা দিতে বাঁধা দেন। পরবর্তীতে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়। একপর্যায়ে ইউএনও পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ইজারায় নাম উঠা হাট-বাজারের নাম : আনন্দবাজার, কাইকারটেক, মোরগাপাড়া, নয়াপুর গঙ্গাপুর, পঞ্চমীঘাট, বন্দীরবাজার, বিষ্ঝান্দী, বারদী, মহজমপুর, হরিহরদী, অলিপুরা, কাঁচপুর।

ঘটানোর সত্যতা জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মুঠোফোনে জানান, আমার আর মান্নান ভাইয়ের মধ্যে কোনো বিভেদ নেই। হট্টগোল হয়েছে তা আমি শুনে পোলাপানের সঙ্গে চিল্যাচিল্লি করেছি। সেখানে মান্নান ভাইয়ের লোক ছিল কিনা আমার জানা নেই। কারণ আমি আর তিনি তো একই কমিটির লোক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, আমার এই বিষয়ে জানা নেই। হয়তো আমাদের টিম গিয়েছে। সেখানে কি হয়েছে? আপনারা সাংবাদিকরা আমাকে অনেক ফোন করেন। ফোন না করে ইনফরমেশন দিয়েন ভালো হয়।

গণমাধ্যম কর্মীরা আপনাকে তথ্যের জন্যে ফোন করতে পারবে না? এমন প্রশ্নের উত্তর তিনি বলে, যেকোনো ইনফরমেশন আমাদের হোয়াইটস অ্যাপ গ্রুপে দেওয়া হয়, সেখান হতে নিয়ে নিয়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলে, আমার এখানে কোনো ধরনের হট্টগোল বা তর্কবিতর্ক হয়নি। আপনারা যে ভিডিওটি পেয়েছেন সেটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যা করতে হবে আর্জেন্টিনাকে

২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার দৌড়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  

এশিয়ার প্রথম দল হিসেবে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। এবার দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বিশ্বকাপে খেলার প্রথম সুযোগ পেতে যাচ্ছে আর্জেন্টিনা। বাছাইপর্বে এমন অবস্থানে রয়েছে স্কালোনির দল, যেখানে পরবর্তী পাঁচ ম্যাচে পরপর হার ও অন্তত ১৫ গোল হজম করলেই কেবল বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। যা বাস্তবে হওয়া অত্যন্ত অসম্ভব।

আগামী বুধবার (২৬ মার্চ) চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঐ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ টিকিট। আর জয় পেলে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে স্কালোনির শিষ্যরা।

তবে এর আগেই বিশ্বকাপে জায়গা পাকা হয়ে যেতে পারে আর্জেন্টিনার। কারণ একই দিনে আর্জেন্টিনার ম্যাচের আগে মুখোমুখি হবে বলিভিয়া ও উরুগুয়ে। যদি বলিভিয়া ওই ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। তবে বলিভিয়া জয় পেলে অপেক্ষায় থাকতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা ব্রাজিলের বিশ্বকাপে খেলতে হলে আরও কয়েকটি ম্যাচে জয় প্রয়োজন। শেষ পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুটি জয় পেলেই নিশ্চিত হবে তাদের জায়গা। তবে মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে সেলেকাওরাও।

দুই দলেরই বড় ম্যাচের আগে রয়েছে কিছু দুশ্চিন্তা। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান মিডফিল্ডার গার্সন এবং গোলরক্ষক অ্যালিসন বেকার। হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ছিটকে গেছেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। আর্জেন্টিনাও পরবর্তী ম্যাচে এক খেলোয়াড়কে লাল কার্ডের কারণে হারাবে। এছাড়া রদ্রিগো ডি পলের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে সবকিছু ঠিকঠাক চললে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে থাকছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

সম্পর্কিত নিবন্ধ

  • আথিয়া-রাহুল প্রথমবার মা-বাবা হলেন
  • কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
  • ভিজিএফের স্লিপ চাওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নারীকে থাপ্পড় মারার অভিযোগ
  • হিমাগারে ‘আলু রাখার জায়গা নেই’ লিখে ভেতরে রাখা হচ্ছে ডিম
  • ‘গাজায় গণহত্যার প্রতিবাদ করতে না পারলে পরবর্তী প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাব’
  • গাইবান্ধায় সাঁওতাল হত্যার অভিযোগে সাবেক এমপিকে গ্রেপ্তারের দাবিতে মিছিল-সমাবেশ
  • সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায়: আসিফ মাহমুদ
  • সরকারি নীতিসহায়তা এসিশিল্পের অগ্রগতিকে বেগবান করবে
  • হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’ 
  • ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যা করতে হবে আর্জেন্টিনাকে