স্টেট ইউনিভার্সিটিতে চলছে ১৭তম ফার্মা উইক
Published: 18th, February 2025 GMT
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ১৭তম ফার্মা উইক ২০২৫ চলছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী এ ফার্মা উইক শুরু হয়। এদিন বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান কাউসার, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান। এ আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর উপদেষ্টা অধ্যাপক ড. এমএ রশিদ।
এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মশালা, সেমিনার, পোস্টার প্রদর্শনী, ইনডোর/আউটডোর গেমস, ডিবেট, ফটো এক্সিভিশন, ফিল্ম ফেস্টিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
ঢাকা/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইবিএল ফার্স্ট ফান্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২৯ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে ১২.১২ শতাংশ। এর আগের সপ্তাহে এ ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ৬.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫.৮০ টাকা। এর ফলে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউসিবির ৯.০৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৭.৫২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২১ শতাংশ, বেঙ্গল উইন্ডোসোরের ৬.৪০ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৪০ শতাংশ, এস আলম কোল্ডের ৬.৩৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.২৫ শতাংশ, বিবিএসের ৬.১৫ শতাংশ ও উসমানিয়া গ্লাসের ৫.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/রফিক