গঠনমূলক সংলাপের সূচনা, জানাল রাশিয়ার প্রতিনিধি দল
Published: 18th, February 2025 GMT
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র উচ্চ-পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ৪ ঘণ্টার এই বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা ইতিবাচক মন্তব্য করেছেন।
রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক সংলাপের সূচনা হয়েছে। বাইডেন প্রশাসনের মতো নয়, যারা কখনোই রাশিয়ার অবস্থান বোঝার চেষ্টা করেনি—এই আলোচনায় সুস্পষ্টভাবে সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝার এবং পারস্পরিক সমঝোতার বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে। সুত্র- বিবিসি
তিনি আরও বলেন, আমরা বহু বিষয়ের ওপর একমত হয়েছি। আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনেছি এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভও বৈঠক সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছেন। তিনি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মোটেও খারাপ নয়, খারাপ নয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পরের আরও কাছাকাছি আসছে কি না, তা বলা কঠিন, তবে আমরা সে বিষয়েই আলোচনা করেছি। এটি ছিল আমাদের আলোচ্য সমস্ত বিষয়ের অত্যন্ত গুরুত্বসহকারে পর্যালোচনা।
তিনি আরও বলেন, আমরা একে অপরের স্বার্থকে বিবেচনায় নেওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছি, কারণ মস্কো ও ওয়াশিংটন উভয়ই এতে আগ্রহী।
উশাকভ জানান, উভয় দেশ একটি স্বতন্ত্র আলোচক দল গঠন করবে, যারা যথাসময়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিবিসির সাংবাদিককে গ্রেপ্তারের পর ফেরত পাঠাল তুরস্ক
যুক্তরাজ্যের সরকারি সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক মার্ক লোয়েনকে গ্রেপ্তারের পর ফেরত পাঠিয়েছে তুরস্ক। তিনি দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন। লোয়েনকে ফেরত পাঠানোর ঘটনাকে বিবিসি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।
বিবিসি বলেছে, লোয়েনকে বুধবার ইস্তাম্বুলে গ্রেপ্তার করা হয়। চলমান বিক্ষোভের খবর সংগ্রহে কয়েক দিন তিনি সেখানে অবস্থান করছিলেন। গত সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে বিবিসি বলেছে, ‘আজ (বুধবার) সকালে বিবিসি নিউজের প্রতিবেদক মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে ফেরত পাঠিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকে আগের দিন তুলে এনে তাঁকে ১৭ ঘণ্টা আটক রাখা হয়। সাম্প্রতিক বিক্ষোভের খবর সংগ্রহে মার্ক লোয়েন তুরস্কে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলার জন্য হুমকি হওয়ায় তাঁকে তুরস্ক ছাড়তে বলা হয়।’
দেশজুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভে ১ হাজার ৮৫০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তুরস্কের ১১ জন সাংবাদিকও রয়েছেন।
আরও পড়ুনতুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কে এই একরেম ইমামোগলু২৬ মার্চ ২০২৫রোববার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ব্যাপকতা বাড়ে। এ সময় কিছু বিক্ষোভকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর আগে ২০ মার্চ বিক্ষোভ দমনে পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করা হয়।
ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তাঁকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রেপ্তারের পর ইমামোগলুকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।