সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছু সময় আগে এক ফেসবুক পোস্টে বিক্ষোভের কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পোস্টে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শুরু হবে বলে জানানো হয়। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।

এর আগে, বিকেলে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৯ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৮.৪২ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪.৫০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ১৪.৭১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.৬৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ডের ১২.১২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০.২৬ শতাংশ, শ্যামপুর সুগারের ১০.১৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫৭ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩১ শতাংশ ও সিভিও পেট্রো কেমিক্যালের ৯.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ