ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন।

গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের টেলিফোন আলাপের পরই রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনা করায় কিয়েভের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তি আমরা মানবো না।”

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোও এই আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ইউরোপকে পাশ কাটিয়ে যুদ্ধ অবসানের আলোচনা মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইইউ সদস্য দেশগুলো এই আলোচনায় তাদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে।

রিয়াদে বৈঠক শুরুর আগে গণমাধ্যমকে স্বল্প সময়ের জন্য দৃশ্য ধারণের অনুমতি দেওয়া হয়, এরপর কেবল দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ আরব ইউক র ন ইউক র ন

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সম্পর্কে বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের মধ্য ২ জন শিশু, ৯ জন নারী ও ৪ জন পুরুষ।

আবদুল মান্নান বলেন, আজ ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাঁদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ