ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন।

গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের টেলিফোন আলাপের পরই রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনা করায় কিয়েভের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তি আমরা মানবো না।”

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোও এই আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ইউরোপকে পাশ কাটিয়ে যুদ্ধ অবসানের আলোচনা মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইইউ সদস্য দেশগুলো এই আলোচনায় তাদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে।

রিয়াদে বৈঠক শুরুর আগে গণমাধ্যমকে স্বল্প সময়ের জন্য দৃশ্য ধারণের অনুমতি দেওয়া হয়, এরপর কেবল দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ আরব ইউক র ন ইউক র ন

এছাড়াও পড়ুন:

মোশাররফ–মেহজাবীন নন, ঈদে ছোট পর্দায় দাপট দেখাবেন কারা

কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখন তাঁরা কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাঁদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন তরুণেরা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তাঁরা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তাঁরা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।

তৌসিফ মাহবুব। ছবি: শিল্পী সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ