ধুনটে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ
Published: 18th, February 2025 GMT
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশালমিছিলকে কেন্দ্র করে দলটির অন্তত ছয় নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে ধুনট উপজেলা সদরের মডেল মসজিদের সামনে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ কর্মী-সমর্থক মাস্ক পরে একটি মশালমিছিল বের করেন। মিছিলটি ধুনট-গোঁসাইবাড়ি সড়কের চারতলা এলাকায় পৌঁছালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিনসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে তাঁরা হামলা ও ভাঙচুর করেছেন বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, হরতালের সমর্থনে বের করা মশালমিছিলে বিএনপির ১৫ থেকে ২০ নেতা-কর্মী ধাওয়া দেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সোনামুখী সড়ক হয়ে পালিয়ে যান। তাঁদের ধরতে না পেরে ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিনের অফিসার্সপাড়ার বাসায় হামলা করেন বিএনপির নেতা-কর্মীরা।
এ ছাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন তরফদার, যুবলীগ নেতা গোলাম মুহিত চাঁন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাব্বি, ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এ জি এম বাদশাহর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আওয়ামী লীগের মশালমিছিলের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পাল্টা মিছিল করেছে ধুনট উপজেলা যুবদল।
বনি আমিনের স্ত্রী পারভীন আকতার প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বাসার বাইরে হট্টগোল শোনা যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বিকট শব্দে তিনটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। আতঙ্কে আমার শাশুড়ি ও ছোট ছোট দুই শিশু চিৎকার শুরু করে। প্রাণের ভয়ে বাসার ফটক বন্ধের পর বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিই। হামলাকারীরা ভেতরে ঢুকতে না পেরে পাশের এলাকায় আওয়ামী লীগ–সমর্থক আরও তিন-চারটি বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। হামলাকারীরা ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুনের অনুসারী।’
তবে অভিযোগটি অস্বীকার করেছেন আলীমুদ্দীন হারুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা মশালমিছিল করার চেষ্টা করলে দলীয় নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের কোনো কর্মী-সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
এদিকে আওয়ামী লীগের হরতালের সমর্থনে গতকাল রাতে বগুড়া সদর, সারিয়াকান্দি, ধুনট ও শাজাহানপুরেও ঝটিকা মশালমিছিল হয়েছে। শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় মহাসড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে কেউ হতাহত হননি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র কর ম র গতক ল আওয় ম
এছাড়াও পড়ুন:
লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন বিএনপির চেয়ারপারসন সাবেক ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন খালেদা জিয়া। সেখানে সপরিবারে রয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন ছোটে চেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তান। সবাইকে নিয়ে সেখানে ঈদ উযাপন করবেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
আরো পড়ুন:
দুবাইয়ে বিএনপির ইফতার: ‘নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরবে’
ইশরাককে মেয়র ঘোষণা, যা বলছে ইসি
দলটির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ ঢাকায়, কেউ কেউ নিজ এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শুভেচ্ছা জানাতে যাবেন তিনি।
এর আগে ঈদের দিন সকালে তিনি দলের স্থায়ী কমিটির নেতাদের নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঈদে লন্ডনে থাকবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে নিজ এলাকায় ঈদ করবেন। অন্য নেতারা সবাই ঢাকায়ই থাকবেন।
বিএনপির সহযোগী সংগঠনের নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
খালেদা জিয়া চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান। সেখানে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি।
২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি তিন মাস তারেক রহমানের বাসায় ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার।
উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বাসায় ফেরার পর গত দুই মাসে খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনো পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়া দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরো বলেন, তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে ঈদের পর তিনি এপ্রিলের যেকোনো দিন দেশে ফিরতে পারেন। তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির ওপর নির্ভর করছে। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
ঢাকা/হাসান/রাসেল