লা লিগা ছেড়ে অন্য লিগে খেলবে রিয়াল?
Published: 18th, February 2025 GMT
লা লিগা থেকে নাম প্রত্যাহার করে নিতে চায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পর্যায়ের অন্য কোন লিগে খেলার কথা ভাবছে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সম্প্রতি জুড বেলিংহামকে লাল কার্ড দেখানোর ঘটনায় এমন সিদ্ধান্তের পথেই নাকি হাঁটছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ আউটলেট স্পোর্ত দিয়েছে এমন খবর। তাদের মতে, স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে ইউরোপের বাকি চার শীর্ষ লিগের কোন একটিতে খেলার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে ইতালির সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান নাকি হতে পারে রিয়ালের সম্ভাব্য নতুন ঠিকানা।
তবে এক লিগ ছেড়ে অন্য লিগে যাওয়া বললেই যাওয়া নয়। তার জন্য অন্তত চারটি সংগঠনের অনুমতি নিতে হবে। লা লিগা ছাড়ার জন্য রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ছাড়পত্র নিতে হবে। এরপর যে লিগে খেলবে ওই লিগ কর্তৃপক্ষকে রাজি হতে হবে। সঙ্গে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নীতিনির্ধারক উয়েফার ছাড়পত্র নিতে হবে।
রিয়াল মাদ্রিদ গত লিগ ম্যাচে ওসাশুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। যে কারণে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে তারা। ওই ম্যাচে ৩৭ মিনিটে জুড বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, রেফারিকে গালি দিয়েছেন তিনি।
তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, রেফারি আসলে বেলিংহামের ইংরেজির যথাযথ অর্থ বুঝতে পারেননি। বেলিংহাম নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেছিলেন। অথচ রেফারি মনে করেছেন, তাকে গালি দিয়েছেন রিয়াল মিডফিল্ডার। যে কারণে দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড। গালি দিলে অবশ্য বেলিংহাম ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়তেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী
দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।
নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।
আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।
২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।