‘এক্সট্রা এল’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। মঙ্গলবার এক বিবৃতিতে জেনির এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, শুক্রবার বেলা দুইটায় গানটি প্রকাশ করবেন জেনি। গানে জেনির সঙ্গে থাকছেন মার্কিন র্যাপার দোয়েচি।
জেনির মুক্তির অপেক্ষায় থাকা ‘রুবি’ অ্যালবামের তৃতীয় গান। এর আগে অ্যালবাম থেকে ‘মন্ত্র’, ‘লাভ হ্যাংওভার’ প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে ‘লাভ হ্যাংওভার’ গানে জেনির সঙ্গে মার্কিন গায়ক ডমিনিক ফাইক। গানের সুরে, কথায় প্রেম আর বিরহ ছড়িয়েছেন তাঁরা। বিলবোর্ডে সর্বোচ্চ প্রায় ৬৯ শতাংশ ভোট পেয়েছে ‘লাভ হ্যাংওভার’। ‘মন্ত্র’ বিলবোর্ডের একাধিক তালিকার প্রথম পাঁচের মধ্যে ছিল।
গানে জেনির সঙ্গে থাকছেন মার্কিন র্যাপার দোয়েচি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।