‘এক্সট্রা এল’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। মঙ্গলবার এক বিবৃতিতে জেনির এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, শুক্রবার বেলা দুইটায় গানটি প্রকাশ করবেন জেনি। গানে জেনির সঙ্গে থাকছেন মার্কিন র্যাপার দোয়েচি।
জেনির মুক্তির অপেক্ষায় থাকা ‘রুবি’ অ্যালবামের তৃতীয় গান। এর আগে অ্যালবাম থেকে ‘মন্ত্র’, ‘লাভ হ্যাংওভার’ প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে ‘লাভ হ্যাংওভার’ গানে জেনির সঙ্গে মার্কিন গায়ক ডমিনিক ফাইক। গানের সুরে, কথায় প্রেম আর বিরহ ছড়িয়েছেন তাঁরা। বিলবোর্ডে সর্বোচ্চ প্রায় ৬৯ শতাংশ ভোট পেয়েছে ‘লাভ হ্যাংওভার’। ‘মন্ত্র’ বিলবোর্ডের একাধিক তালিকার প্রথম পাঁচের মধ্যে ছিল।
গানে জেনির সঙ্গে থাকছেন মার্কিন র্যাপার দোয়েচি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পর্যটকের জন্য দরজা খুলল উ. কোরিয়া
করোনা মহামারির পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন একদল বিদেশি পর্যটক। গত পাঁচ বছরে রাশিয়ার একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশি দেশটিতে প্রবেশ করেননি।
বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প ফের চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাচ্ছে, যা তার সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।
বেইজিংভিত্তিক ট্রাভেল কোম্পানি কোরিও ট্যুরস জানিয়েছে, তারা ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাসন শহরে ১৩ জন বিদেশি পর্যটকের পাঁচ দিনের সফরের ব্যবস্থা করেছে। রাসনে উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত। এপি।