স্নাতকের সনদ তুলতে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার।

পরে খবর পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানান লালবাগ থানার ওসি ক্যশৈনু।

তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী আজ দুপুরে কলেজে যান অনার্সের সার্টিফিকেট তুলতে। মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট নিতে এসেছিলেন। এ সময় কলেজের সমন্বয়কসহ অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়।

“পরে আমরা গিয়ে তাকে নিয়ে এসেছি। তবে তাকে মারধর করা হয়নি, শিক্ষার্থীরা আমাদেরকে সহায়তা করেছে।”

বৈশাখীর নামে তার থানায় কোনো মামলা নেই জানিয়ে ওসি বলেন, “অন্যান্য থানায় মামলা রয়েছে কি না এই মুহূর্তে বলতে পারছি না। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”

সরকার বদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মীরাই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ‘হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন’ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/মাকসুদ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ