চিত্রনায়ক বাপ্পী চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই চুপচাপ। সিনেমা এবং পারিবারিক ছবি ছাড়া কোনো ইস্যুতে তিনি তেমন পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করেন না। অথচ সেই বাপ্পী ফেসবুকে অনেকটা ক্ষোভ ঝেড়ে মঙ্গলবার দুপুরে একটি পোস্ট দিয়েছেন।

বাপ্পী লিখেছেন, ‘ফেসবুকটা হয়ে গেসে এখন ফকি…. আড্ডাখানা। মনিটাইজেশন অফ করে দিলে এইসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগতো।’

ফেসবুকে এক নারী উদ্যোক্তা এবং বিতর্কিত ব্র্যান্ড প্রমোটারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে। তারা পরস্পরকে নানাভাবে দোষারোপ করছেন। তাদের এই কর্মকাণ্ডে নেটিজনরাও ভীষণ বিরক্ত। এরমধ্যে নারী উদ্যোক্তা চুপ হয়ে গেলেও ব্র্যান্ড প্রমোটার ইউটিউবারদের ডেকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করে পুনরায় বিতর্ক উস্কে দিয়েছেন! নেটিজেনরা ধারণা করছেন, তাদের ইঙ্গিত করেই চিত্রনায়ক বাপ্পী তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন।

‘বস্তি’ বলে পোস্ট দেয়া প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘সোশ্যাল মিডিয়ার এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এখন যা চলছে তা কোনোভাবে মানা যায় না। যারা ভালোভাবে সাংবাদিকতা করে তাদের উচিত এদের কাছে না যাওয়া। আমি যতদূর পারি এসব নেগেটিভ জিনিস না দেখে এড়িয়ে যাই।’

গেল ডিসেম্বরে বাপ্পীর ‘ডেঞ্জার জোন’ ছবিটি মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়ে। তার আগে শত্রু ও জয় বাংলা মুক্তি পেলেও চরমভাবে ব্যর্থ হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক

এছাড়াও পড়ুন:

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ