শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল দুই মাস
Published: 18th, February 2025 GMT
জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে করা এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে আগামী ২০ এপ্রিল পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে।
তদন্ত সংস্থার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেন। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ সরকারের ৪৫ জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, সাবেক আমলার বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ২০ এপ্রিল করা হয়েছে। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন দফা সময় বাড়ানো হলো।
এছাড়া এই মামলার অপর আসামি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন সকাল সাড়ে ১১টার দিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনালের কাছে সময় বাড়ানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে আছে। দুই মাস সময় চাইলেও তার আগেই প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশা করছেন তিনি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সময় লাগলে সময় নেন। তবে অপূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন না। পরে দুই মাস সময় মঞ্জুর করে ২০ এপ্রিল তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে শুনানির সময় মানবতাবিরোধী অপরাধের মামলার ১৬ জন আসামিকে হাজির করা হয়। তারা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ড.
চিফ প্রসিকিউটরের বক্তব্য
দুটি মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী মাস তথা মার্চের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হতে পারে।
তিনি বলেন, আমাদের তদন্ত প্রতিবেদনের মধ্যে জাতিসংঘের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে বলে আশা করছি। জাতিসংঘের প্রতিবেদনের উপাদানগুলো চেয়েছি। সেগুলো সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে, সেটাকে তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করব। এটা মামলা প্রমাণের জন্য বড় এভিডেন্স হিসেবে কাজ করবে।
চিফ প্রসিকিউটর বলেন, প্রতিবেদনের বর্তমান অবস্থা যে কোন পর্যায়ে তদন্তটা আছে, সেটা ট্রাইব্যুনালকে বলেছি। আশা করি আগামী মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে। তবে এটা কোনো চূড়ান্ত কোনো সময় সীমা নয় বলে দাবি করেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ খ ল কর সময় ব ড় মন ত র
এছাড়াও পড়ুন:
খুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রমিন-মিরাজ
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কন্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. খসরুল আলম।
আরো পড়ুন:
যুগপূর্তি সংখ্যা
সাংবাদিকতায় নারীর চ্যালেঞ্জ
সাজার বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ, রায় ১২ মে
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এইচ এম মাসুম হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসান।
এছাড়া সদস্যরা হলেন, মো. মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী প্রভাষক হাসান মাহমুদ সাকি।
নির্বাচনের ফলাফল ঘোষণা সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাতসহ সাংবাদিক সমিতির সাবেক দায়িত্বশীলবৃন্দ।
ঢাকা/হাসিব/মেহেদী