সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ
Published: 18th, February 2025 GMT
গত ১৩ ফেব্রুয়ারি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-দপ্তর সম্পাদক রাজুর উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ ফেবব্রুয়ারি) বিকালে মিতালী মার্কেট চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবু সাঈদ ভূঞার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক জাফর ইকবাল বকুলের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী দল গনতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, দেলোয়ার হোসেন, ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ক্যাশিয়ার আব্দুর রহিম সাজু, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির ১০নং ভবনের সভাপতি আঃ সালাম, সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সেলিম ও ১নং ভবনের সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বলেন, আপনাদের কে ঐক্যবন্ধ থাকতে হবে, এই সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদ জানাতে হবে। আপনারা জানেন গত ১৩ ফেব্রুয়ারি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-দপ্তর সম্পাদক রাজুর উপর সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করেছে।
তিনি আরো বলেন, আমি এই সন্ত্রাসীদের হুশিয়ার করে বলে দিতে চাই, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সৈনিক, আমার এক বিন্দু রক্ত থাকতে এই মিতালী মার্কেট কে কোন সন্ত্রীদের হাতে তুলে দিব না। আপনারা ঐক্যবন্ধ থাকেন।
বাদশা আরো বলেন, আমাদের ব্যবসায়ী রাজুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, আমাদের সমিতির ক্যাশের উপর হামলা করে নগদ অর্থসহ মিতালী মার্কেটের জামে মসজিদের আপনাদের সম্পদ প্রায় ১৪ লক্ষ টাকার মতো তারা লুটপাট করেছে।
আপনারা জানেন ঐদিন সন্ত্রাসীরা আমাদের মার্কেট ভাংচুর করে, আমাদের মার্কেট থেকে অনেক মালামাল লুট করেছে।
আমি এই সন্ত্রাসীদের বলে দিতে চাই, কোন চাঁদা বাজের আস্তানা, কোন সন্ত্রাসীদের আস্তানা এই মিতালী মার্কেটে রাখবোনা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব যবস য় ন র য়ণগঞ জ ম র ক ট ব যবস য় আম দ র র উপর
এছাড়াও পড়ুন:
ফতুল্লার সমাবেশে মিছিল নিয়ে কাউসারের যোগদান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃর্ক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লার ডিআইটি মাঠে অনুষ্ঠিত থানা বিএনপির জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাউসার উল আলম। গতকাল দুপুরে ফতুল্লার পঞ্চবটী গুলশান হলের সামনে থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তিনি।
মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গতিশীল নেতৃত্বের বিষয়ে শ্লোগাণ ধরেন নেতাকর্মীরা। শ্লোগাণে শ্লোগাণে প্রকম্পিত হয় রাজপথ।
এসময় স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাউসার উল আলমের নেতৃত্বাধীন এই মিছিলটি সকলের নজর কাড়ে। মিছিলটি যথা সময়ের মধ্যে ডিআইটি মাঠের সমাবেশ স্থলে অংশগ্রহণ করে।
এদিকে, মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাউসার উল আলম সংবাদিকদের বলেন, ‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই।
সেই দাবি আদায়ের লক্ষ্যে এবং জনমত তৈরী করতে আমাদের নেতা ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা ডিআইটি মাঠে যেই জনসভার ডাক দিয়েছেন, আমি তার কর্মী হিসেবে সেই জনসভা সফল করতে আমাদের নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছি। এই জনসভা জনেস্রাতে পরিণত হয়েছে।
এতে আরও একবার প্রমাণিত হয়েছে যে, ফতুল্লার মাটি রিয়াদ চৌধুরীর ঘাটি। আমরা আমাদের নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। অতীতে তার নেতৃত্বে দূর্দিনেও যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম, এখনও সেভাবে তার নেতৃত্বে দলীয় কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি।
আগামীতেও আমরা রিয়াদ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এসময় মিলন ও আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।