সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের সম্পদ ক্রোকের আদেশ
Published: 18th, February 2025 GMT
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, সম্পদ ক্রোকের আদেশ হওয়া জাকির হোসেনের সম্পদের মধ্যে রয়েছে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১১৮ শতাংশ জমি।
এর বাইরে জাকির হোসেনের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা। আর উত্তোলন করা হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকা।
গত ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেন গ্রেপ্তার হন। পরদিন একটি হত্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক জাকির হোসেনের নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামের ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স থ বর
এছাড়াও পড়ুন:
আলাবার ব্যর্থতার রাতে জয়ের নায়ক রুডিগার, ফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়াটা যতটা না কষ্টের তারচেয়ে বেশি যেন লজ্জার। মঙ্গলবার রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নির্ধারণী ওই ম্যাচে ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্তই যেন করতে হচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।
কিন্তু দলটা যখন কামব্যাকের গল্প লিখতেই সিদ্ধহস্ত তখন ফলাফলটা অজানা নয়। অ্যান্টনিও রুডিগারের ঝলকে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিফেন্সের দুর্বলতা।
বিস্তারিত আসছে...