সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, সম্পদ ক্রোকের আদেশ হওয়া জাকির হোসেনের সম্পদের মধ্যে রয়েছে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১১৮ শতাংশ জমি।

এর বাইরে জাকির হোসেনের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা। আর উত্তোলন করা হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকা।

গত ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেন গ্রেপ্তার হন। পরদিন একটি হত্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক জাকির হোসেনের নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামের ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ বর

এছাড়াও পড়ুন:

আবার গণহত্যা থেকে বাঁচতে ছুটছেন ব্রডি

ব্র্যাডি করবেট ছিলেন অভিনেতা। ‘থার্টিন’, ‘মেলানকোলিয়া’, ‘ক্লাউস অব সিলস মারিয়া’-এর মতো সিনেমায় দেখা গেছে তাঁকে। করেছেন ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজ ‘২৪’ও। সেই করবেট নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৫ সালে ‘দ্য চাইল্ডহুড অব আ লিডার’ দিয়ে। নির্মাতা হিসেবে ‘দ্য ব্রুটালিস্ট’ তাঁর তৃতীয় সিনেমা। ক্যারিয়ারের তৃতীয় সিনেমা দিয়েই নতুন এক ইতিহাস লেখার অপেক্ষায় তিনি। এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ১০ ক্যাটাগরিতে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগ।

‘দ্য ব্রুটালিস্ট’ আলোচনায় আসে গত বছরের ভেনিস উৎসবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জেতেন করবেট। পরে ২০ ডিসেম্বর মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ২০২৪ সালের যে সেরা ১০ সিনেমার তালিকা করেছিল, সেখানেও ছিল ‘দ্য ব্রুটালিস্ট’। কেবল সমালোচকেরাই নন, সাধারণ দর্শকেরও ভালোবাসা পেয়েছে সিনেমাটি। ৯ দশমিক ৬ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছে ৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার।

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ