সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক গ্রেপ্তার
Published: 18th, February 2025 GMT
সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। সোহানের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একইদিন দুপুরে ডিএমপির উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহান। তাকে সিটিটিসি রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সোহানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, হারিচুর রহমান সোহান সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আছে। গত ১২ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের ১০ জনের নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদের খোঁজে ৩০ আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। যেখানে সাবেক কমিশনারের স্ত্রী আফরোজা আমান, ছেলে আসিফ শাহাদাৎ, মেয়ে আয়েশা সিদ্দিকা ও আসিফ মাহদিন, শ্যালক হারিচুর রহমানের নাম রয়েছে।
অভিযোগ রয়েছে, আছাদুজ্জামান মিয়া ও তার শ্যালক হারিচুর রহমান নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। সোহানের নামে পরিবহন ব্যবসাও আছে। বিশেষ করে মধুমতি ও মৌমিতা পরিবহনের পরিচালক ছিলেন।
এছাড়া সোহান নিজেকে পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান পরিচয় দিতেন। শ্যালকের এসব ব্যবসায় আছাদুজ্জামানই বিনিয়োগকারী বলে জানা গেছে। এছাড়া শ্রমিক লীগের এই নেতার নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে। আছাদুজ্জামান মিয়ার অবৈধ টাকা দিয়ে এসব সম্পদ গড়া হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ র চ র রহম ন
এছাড়াও পড়ুন:
‘৭৮৬’ লেখা পোশাকে সিনেমা দেখতে এলেন নিশোর শতাধিক ভক্ত
এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা নিয়ে এখনও দর্শক উন্মাদনা এখনো কমেনি। সেই উন্মাদনায় ভাসলেন আফরান নিশোর শতাধিক ভক্ত। মিছিল নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলেও তারা।
জানা গেছে, শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশ'রও বেশি নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন। এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা সেই পোশাক।
ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।
বিষয়টি নিয়ে ‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল সমকালকে বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।”
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।