৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক
Published: 18th, February 2025 GMT
সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে। ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার সাত মাসের কারাদণ্ড এড়াতে এই কাণ্ড করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
ঢাকা/অলোক/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুর নাজিরপুর উপজেলার অর্ধশত পরিবার। আজ রোববার সকাল ৮টায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর খেজুরতলা গ্রামের আল আমীন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের পল্লি চিকিৎসক মো. হুমায়ুন কবির জানান, তারা প্রায় অর্ধশত পরিবারের ৬০ নারী ও পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমিন মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন স্থানীয় স্কুলশিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।
তারা গত ১৭ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন। তিনি আরও জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী, শনিবার তাদের ২৯টি রোজা পূর্ণ হয়। আজ রোববার তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরেজমিনে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পেছনের অংশে (বারান্দায়) কাপড় দিয়ে আটকে পর্দাবেষ্টিত করে নামাজ আদায় করছেন নারীরা।
নামাজে অংশ নেওয়া স্থানীয় নারীরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই একসঙ্গে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সব নর-নারীর জন্য মঙ্গল কমনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদ পালন করে থাকেন।