বর্ণালীর ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’
Published: 18th, February 2025 GMT
বর্তমান সময়ের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম— ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য্য। মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।
বর্ণালী সরকার বলেন, “গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”
গীতিকার সজীব অধিকারী বলেন, “এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।”
আরো পড়ুন:
আহসান মঞ্জিলে ‘সুফি ফেস্ট’
হাসপাতালে শাকিরা
সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, “গান ও গায়কি দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।”
জানা যায়, খুব শিগগির গানের ভিডিও মৌ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রেটিং ১.৬! এত বাজে সিনেমার আয়ে রেকর্ড...
ছবি: আইএমডিবি