অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন দুটি সুবিধা চালু করেছে গুগল ক্রোম। নতুন সুবিধার ফলে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা আরও সহজ হবে। নতুন আপডেটে ট্যাব সার্চ ও ট্যাব গ্রুপ সিঙ্ক সুবিধা যুক্ত করা হয়েছে।

গুগল ক্রোমের নতুন আপডেটে ট্যাব সুইচার অংশে ‘সার্চ ইউর ট্যাবস’ নামে একটি সার্চবার যোগ করা হয়েছে। এটি চালু থাকা ওয়েবসাইটগুলোর তালিকার ওপরে থাকবে এবং স্ক্রিনের উপরে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ট্যাব খুঁজে নিতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করলে প্রথমে সাম্প্রতিক ট্যাবগুলোর তালিকা দেখা যাবে। এরপর নির্দিষ্ট কোনো শব্দ লিখলে সেটির সঙ্গে মিল থাকা ট্যাব, বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস ও ওয়েব অনুসন্ধান থেকে সংশ্লিষ্ট ফলাফল দেখাবে। ব্যবহারকারী সরাসরি কাঙ্ক্ষিত ট্যাবে যেতে পারবেন। নতুন এই সুবিধা ব্যক্তিগত মোডেও কাজ করবে। ডেস্কটপ সংস্করণে আগে থেকেই এই সুবিধা চালু ছিল। তবে এবার অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমের সর্বশেষ সংস্করণে এটি চালু করা হয়েছে।

ট্যাব ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ট্যাব গ্রুপ সিঙ্ক নামে আরেকটি সুবিধা চালু করেছে গুগল। এতে ব্যবহারকারী একাধিক ডিভাইসে একই ট্যাব গ্রুপ ব্যবহার করতে পারবেন। ট্যাব গ্রিডের ওপরে নতুন একটি চিহ্ন যুক্ত হয়েছে, যেখানে ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসে খোলা ট্যাব গ্রুপগুলোর তালিকা দেখা যাবে। অর্থাৎ, যদি কেউ ডেস্কটপে কোনো ট্যাব গ্রুপ তৈরি করেন, সেটি তার ক্রোমে সাইন ইন করা অন্য ডিভাইসেও পাওয়া যাবে। এই সুবিধা নিয়ন্ত্রণের জন্য সেটিংস মেনুতে একটি অপশন রয়েছে। এটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এটি বন্ধ করতে পারবেন।

গুগল আরও কিছু নতুন সুবিধা যুক্ত করেছে। ২১ দিন ধরে ব্যবহৃত না হলে সেই ট্যাব ‘ইনঅ্যাকটিভ ট্যাব’ নামে নতুন একটি বিভাগে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধাটি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন অথবা ৭ বা ১৪ দিন পর নিষ্ক্রিয় ট্যাব সরানোর জন্য নির্ধারণ করতে পারবেন। একই ওয়েবসাইট যদি একাধিকবার খোলা থাকে, তবে শুধুমাত্র সর্বশেষ ব্যবহৃত ট্যাবটি সংরক্ষিত থাকবে, বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে। এছাড়া, ৬০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা ট্যাবগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারী চাইলে ব্রাউজিং ইতিহাস থেকে সেই ট্যাব পুনরুদ্ধার করতে পারবেন।

সূত্র: ৯টু৫গুগল ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই স ব ধ ব যবহ র র জন য

এছাড়াও পড়ুন:

জিমেইল সার্চে নতুন সুবিধা

জিমেইল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এত দিন জিমেইলে নির্দিষ্ট শব্দ বা ই–মেইল ঠিকানা লিখে অনুসন্ধান করলে ইনবক্সে জমা হওয়ার সময় অনুযায়ী সংশ্লিষ্ট ই–মেইলগুলো দেখা যেত। এর ফলে সুনির্দিষ্ট তথ্য দ্রুত জানতে ভোগান্তিতে পড়তেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইল সার্চে অনুসন্ধান ফলাফল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল।

এক ঘোষণায় গুগল জানিয়েছে, জিমেইলে এআইভিত্তিক স্মার্ট সার্চ–সুবিধা চালু করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলের ইনবক্সে কিওয়ার্ডের ভিত্তিতে ই–মেইল সাজানো হবে না। সম্প্রতি পাঠানো ই–মেইলের পাশাপাশি নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের পাঠানো ই–মেইলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে অনুসন্ধানের সময় কাঙ্ক্ষিত ই–মেইলগুলো দ্রুত খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুনজিমেইলে সময়মতো প্রাপকের কাছে ই–মেইল না পৌঁছানোর ৫ কারণ২২ অক্টোবর ২০২৪

জিমেইল সার্চের নতুন এ সুবিধা ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ব্যবহার করা যাবে। সুবিধাটি চালু হলে সার্চ ফলাফলের ওপরে ‘মোস্ট রিলেভেন্ট’ ও ‘মোস্ট রিসেন্ট’ নামের দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী অপশন দুটি পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫

জিমেইলের স্মার্ট সার্চ–সুবিধা প্রাথমিকভাবে জিমেইলের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে করপোরেট ও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: ম্যাশেবল

সম্পর্কিত নিবন্ধ

  • জিমেইল সার্চে নতুন সুবিধা