বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপির সাবেক নেতা পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক বগুড়ার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান গতকাল সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন দুদকের বগুড়া কার্যালয়ের আইনজীবী আবুল কালাম আজাদ।

পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২৩ সালে পরিমল চন্দ্র দাসের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। দুদকের অনুসন্ধানে ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে ২০২৩ সালের ১০ ডিসেম্বর দুদক জেলা কার্যালয়ে  মামলা করেন।

পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান দুদকের বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো.

রোকনুজ্জামান। তিনি গতকাল আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ, ফেল ১২ শতাংশের বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৭৬টি কলেজের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪০ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। ফেল করেছেন ১২ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী।

গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। গড় উত্তীর্ণের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। পরীক্ষার্থীর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস২ ঘণ্টা আগে

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল২৯ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড, মা খালাস
  • ১৬৫ কোটি টাকার এফডিআর ও দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
  • প্রতিদিন গড়ে ৩০ শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী
  • সাবেক ডিআইজি আবদুল বাতেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা বরকতউল্লা বুলু
  • ১৫৪০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ এস আলমের বিরুদ্ধে মামলা
  • দুদকের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু খালাস
  • আমাজনের মালিক বেজোস কবে বিয়ে করছেন সানচেজকে  
  • খুলনায় ঘুষ নেওয়ার দায়ে এলজিইডির প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ, ফেল ১২ শতাংশের বেশি