পার্কিং জটিলতায় ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ
Published: 18th, February 2025 GMT
পার্কিং জটিলতায় ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।
দুপুরে সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিরিং এন্ড ফরওয়র্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা এলাকায় পার্কিং মালিকেরা বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনে নামে। দুই শতাধিক সদস্য ও কর্মীরা ঘোজাডাঙ্গা বন্দরের চেকপোস্টের কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আরো পড়ুন:
বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ
বাংলাবান্ধা দিয়ে এল ১০০ টন সিদ্ধ চাল
ভোমরা কাস্টমস ক্লিরিং এন্ড ফরওয়র্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, বাংলাদেশ অংশে সমস্যা নেই। ভারতের ওপারে পার্কিং জটিলতার কারণে আজ সকাল থেকে কোনো গাড়ি প্রবেশ করেনি।
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দর (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।
এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন, চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। তবে আগামী ৬ এপ্রিল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথা নিয়মে চলবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে স্বাভাবিকভাবে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকে এবং পাসপোর্টযাত্রী যাতায়াত চালু থাকবে।