গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ
Published: 18th, February 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুলখানির দাওয়াত খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী রিফাইতপুর গ্রামে ইজিবাইক চালক বেলালের মায়ের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। খাবার গ্রহণের পর মধ্যরাত থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার সকাল থেকে অসুস্থদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২৪ জন গাইবান্ধা হাসপাতালে ভর্তি হন এবং ৫১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: খ দ যপণ য
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে অন্যান্যরা যারা আছেন, তারা হলেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, স ম হেদায়েতুল্লাহ, জি এম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিকী, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্যা, ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন, নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মো. নুরুজ্জামান।
আরো পড়ুন:
হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ
জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার
গত ৩ ফেরুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা/শাহীন/বকুল