ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তিন ক্যাটাগরির কর্মচারী পদের লিখিত পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পদগুলো হলো স্টোর কিপার, স্টোর হেলপার ও কুক। তিনটি পদের পরীক্ষাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। স্টোর কিপার পদে প্রার্থী ৪৩৯ জন, স্টোর হেলপার পদে ১ হাজার ৬০২ জন এবং কুক পদে ৪৭ জন ।

আরও পড়ুনবিসিএসসহ সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিধিমালা চূড়ান্ত পিএসসির৫ ঘণ্টা আগে

সঠিক আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.

wzpdcl.gov.bd অথবা https://jobs.wzpdcl.gov.bd/ থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন৮ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

সন্দেহের পিটুনিতে ঝরছে প্রাণ

ছিনতাইকারী সন্দেহে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে পিটিয়ে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখে লোকজন। সিলেটেও একই অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে ১৬ জানুয়ারি টাঙ্গাইলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়।

শুধু এই চারটি ঘটনাই নয়, সাম্প্রতিককালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, গত আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশে অন্তত ১১২ জন গণপিটুনিতে মারা গেছে। ২০২৩ সালে এমন ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। সেই তুলনায় গেল ছয় মাসেই দ্বিগুণের বেশি মৃত্যু হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ডিন জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক সমকালকে বলেন, আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি এখন অনিয়ন্ত্রিত। রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে অপরাধীরা। কারণ তারা জানে, এখন অপরাধ করলে হয়তো কিছু হবে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীকে ধ্বংসের চেষ্টা চালানোয় এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাহিনীগুলো যদি শক্তিশালী অবস্থানে না থাকে, তাহলে অপরাধ মোকাবিলা কঠিন হয়ে পড়ে। আসলে জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এসব অপরাধ দমন সম্ভব নয়। এজন্য জনগণের মধ্যে যারা উপযুক্ত, তাদের সম্পৃক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ছিনতাই–চুরি–ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ কারণে কোথাও সন্দেহভাজন অপরাধীকে আটক করতে পারলে কেউ আর আইন মানছেন না। তাদের বেধড়ক পিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে। যদিও আইন অনুযায়ী গণপিটুনিতে মৃত্যুও হত্যাকাণ্ড। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয় না। শনাক্ত করা যায় না জড়িতদের। আবার সন্দেহের বশে নিরপরাধ মানুষকে পিটিয়ে মারার ঘটনাও প্রায়ই ঘটে।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক মানসিকভারসাম্যহীন যুবক এবং একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার রাতে উত্তরার বিএনএস সেন্টারের সামনের ফুটওভারব্রিজে বকুল ও নাজিম নামে দুজনকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 
প্রাথমিকভাবে জানা যায়, উত্তরা পশ্চিম থানা এলাকায় মোবাইল ফোন ছিনতাই বা ছিনতাইয়ের চেষ্টা চালায় ওই দুজন। কিন্তু এখনও ভুক্তভোগীর কোনো খোঁজ পায়নি পুলিশ। ফলে এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

উত্তরা পশ্চিম থানা এলাকায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল কি না জানতে ওই থানার ওসি হাফিজুর রহমানকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এদিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পিটুনিতে নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। টঙ্গী পূর্ব থানার ওসি ফ‌রিদুল ইসলাম বলেন, নিহতের প‌রিচয় সনা‌ক্তের জন্যা আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুরিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআ‌ইডি)। এ ঘটনায় পু‌লিশ বা‌দি হ‌য়ে একটি মামলা দায়ের করবে।

ছয় মাসে নিহত ১১২    
মানবাধিকার সংগঠন আসকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১৬ জন গণপিটুনিতে নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ২ জন করে এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

এর আগে ডিসেম্বরে নিহত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে ২ এবং সিলেট ও ময়মনসিংহে একজন করে ছিলেন। নভেম্বরে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে তিনজন করে, চট্টগ্রামে ২, রংপুর, সিলেট ও বরিশালে একজন করে মারা গেছেন। অক্টোবরে নিহত হন ১৯ জন। 
তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬, খুলনায় ৫, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে, রংপুর ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। ছয় মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বাধিক ২৮ জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২, রাজশাহী ও চট্টগ্রামে পাঁচজন করে, খুলনায় তিনজন এবং  রংপুর, বরিশাল ও ময়মনসিংহে একজন করে ছিলেন। আগস্টের ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে ৩, রাজশাহী, রংপুর ও বরিশালে ২ জন করে, খুলনা ও সিলেটে একজন করে নিহত হন। আর ২০২৪ সালে মোট ১৪৬ জন গণপিটুনিতে মারা গেছেন, যা গত চার বছরে সর্বোচ্চ।

আরেক মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গণপিটুনিতে ১২১ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ