মায়ের জানাজায় অংশ নিতে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।

মঙ্গলবার দুপুর ১ টায় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ২টার দিকে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজার মা জোহরা বেগম (৭০) সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। এরপর পুলিশ পাহারায় সদর উপজেলার দাশড়া গ্রামের ভাওইপাড়া কবরস্থানে জানাজার জন্য নিয়ে আসা হয় আব্দুর রাজ্জাক রাজাকে।

এর আগে, গত ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এস এম আমানুল্লাহ) জানান, আদালতের নির্দেশে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা তার মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম য় র ম ত য র জন য য বল গ র জন য

এছাড়াও পড়ুন:

৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক

৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক, তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম বিএনপির অত্যান্ত নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যখনই সুযোগ পেতেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন।

তাজুল ইসলাম সামাজিকভাবে অত্যান্ত গ্রহনযোগ্য ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।

বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি  গভীর শোকা জানাচ্ছি। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
 

সম্পর্কিত নিবন্ধ