এআই প্রযুক্তির ছবি সম্পাদনা ও ত্রিমাত্রিক ডিজাইনের টুল আনল অ্যাডোবি
Published: 18th, February 2025 GMT
বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবি তাদের বার্ষিক ম্যাক্স ক্রিয়েটরস সম্মেলনে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ছবি সম্পাদনা ও ডিজাইন টুল উন্মোচন করেছে। জাপানের টোকিওতে অনুষ্ঠিত এই সম্মেলনে লাইটরুম ও অ্যাডোবি ক্যামেরার জন্য অ্যাডাপটিভ প্রোফাইলস ও ডিসট্রাকশন রিমুভাল নামে দুটি এআইনির্ভর সম্পাদনা প্রযুক্তি উন্মোচন করা হয়।
অ্যাডোবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সুবিধা ছবি সম্পাদনার প্রক্রিয়াকে আরও সহজ, স্বয়ংক্রিয় ও কার্যকর করে তুলবে। ফলে ব্যবহারকারীদের সময় বাঁচবে এবং সম্পাদনার মানও উন্নত হবে।
এআইনির্ভর স্মার্ট ইমেজ প্রসেসিংয়ের জন্য অ্যাডাপটিভ প্রোফাইলস সুবিধা ব্যবহার করা যাবে। সুবিধাটি ছবির রং ও টোন স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করতে পারে। প্রচলিত প্রিসেট ও প্রোফাইলের মতো নির্দিষ্ট সেটিংস ব্যবহারের পরিবর্তে এটি প্রতিটি ছবির বৈশিষ্ট্য বুঝে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। অ্যাডোবি জানিয়েছে, এই প্রযুক্তি ছবির এক্সপোজার, শ্যাডো, হাইলাইট, রং মিশ্রণ ও কার্ভের মতো বিভিন্ন সেটিংস এমনভাবে সামঞ্জস্য করবে, যাতে ছবিটি আরও ভারসাম্যপূর্ণ ও স্বাভাবিক দেখায়। তবে ব্যবহারকারীর মূল কন্ট্রোল সেটিংস অপরিবর্তিত থাকে। এই সুবিধা লাইটরুম, লাইটরুম ক্ল্যাসিক, লাইটরুম মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইওএস), লাইটরুম ওয়েব এবং অ্যাডোবি ক্যামেরায় পর্যায়ক্রমে যুক্ত হবে।
অন্যদিকে ডিসট্রাকশন রিমুভাল সুবিধাটি ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত বস্তু, ব্যাকগ্রাউন্ডের বিরক্তিকর উপাদান সরিয়ে ফেলতে পারবে। অ্যাডোবির তথ্য অনুসারে, এই সুবিধা ব্যবহার করে ফটোশুটে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি, ভ্রমণের সময় ভিড়ে থাকা মানুষ কিংবা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের অতিরিক্ত উপাদান সহজেই সরানো যাবে। ফলে ব্যবহারকারীরা ঝামেলাহীনভাবে পেশাদার মানের ছবি তৈরি করতে পারবেন। এই প্রযুক্তি প্রাথমিকভাবে ক্যামেরায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং শিগগিরই লাইটরুমেও যুক্ত হবে বলে জানিয়েছে অ্যাডোবি। গত বছর প্রতিষ্ঠানটি উইন্ডো রিফ্লেকশনস সরানোর প্রযুক্তি চালু করেছিল।
নতুন আপডেটের অংশ হিসেবে লাইটরুমের ক্লিন আপ টুলে একই রকম ছবি শনাক্তকরণের সুবিধা যুক্ত হয়েছে। ফলে টুলটি একই ধরনের ছবি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। এ ছাড়া লাইটরুম ক্ল্যাসিকের সঙ্গে সংযুক্ত ক্যামেরার অটোফোকাস মোড সরাসরি নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা টেথার লাইভ ভিউ মোডে গিয়ে অটোফোকাস পরিবর্তন ও নির্দিষ্ট ফোকাস পয়েন্ট নির্বাচন করতে পারবেন। এ ছাড়া গ্রাফিক ডিজাইনারদের জন্য নতুন ত্রিমাত্রিক ডিজাইন টুল প্রজেক্ট নিও–এর পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে অ্যাডোবি। এবারের ম্যাক্স সম্মেলনে ওয়ার্কফ্লো ও পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট, দ্রুত উপযুক্ত ফন্ট শনাক্তকরণ এবং জাপানি টাইপোগ্রাফির উন্নয়নসহ অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের ঘোষণাও এসেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র ড জ ইন র জন য
এছাড়াও পড়ুন:
ডিপিএলে বৃষ্টিস্নাত দিন, আবাহনী জিতলেও মোহামেডানের হার
ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবারের তিন ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টিস্নাত দিনে পরে ব্যাটিং করে আবাহনী ৪ উইকেটে, গুলশান ক্রিকেট ক্লাব ৩ উইকেটে এবং লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। রূপগঞ্জ হারিয়েছে মোহামেডানকে।
বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে অনুষ্ঠিত ম্যাচ ২২ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির আগে মোহামেডান ব্যাটিং বিপর্যয়ে পড়ায় ছোট লক্ষ্য পেয়ে রূপগঞ্জ দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে।
এদিন মিরপুর স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। পরে বৃষ্টি নামলে ২২ ওভারে নেমে আসা ম্যাচে ৯৪ রানের লক্ষ্য পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় দলটি। তবে রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম শূন্য করেন। অন্য ওপেনার সাইফ হাসান ৫৫ ও তিনে নামা সৌম্য ৩৬ রান করে দলকে জেতান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পারে। আবাহনী ২২ ওভারে ১৫৭ রানের লক্ষ্য পায়। ওই রান তারা ১৯.২ ওভারে তুলে ফেলে। অগ্রণী ব্যাংকের ইমরুল কায়েস ৪৮ রান করেন। আবাহনীর অনিক ২৫ ও মাহফুজুর রাব্বি ২০ রান করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। গুলশান ক্লাবকে ২২ ওভারে ১৬৫ রানের লক্ষ্য দেওয়া হয়। ২ বল থাকতে জয় তুলে নেয় গুলশান। দলটির হয়ে মেহেদী হাসান ২৪ বলে ৪৩ রান করেন। নাঈম ইসলাম ৩৩ বলে ৫৬ রান করে দলকে জেতান।