সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোচিত ‘পীর’ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার সকালে তাকে নিজ আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার জামাতা মো. আবু নাইমকেও গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে। নিজেকে ওলি দাবি করে অসংখ্য মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।
মিজানকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে শুক্রবার তার আস্তানা গুড়িয়ে দিতে কয়েক’শ মানুষ আস্তানাঅভিমুখে পদযাত্রা করেন। তবে পুলিশ ও সেনাবাহিনী উত্তেজিত জনতাকে আটকে দেয়। এ সময় উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও উপজেলা ওলামা পরিষদের নেতারা মিজানকে আইনের আওতায় আনতে তিনদিনের সময় বেধে দেন।
মামলার বাদি সিদ্দিকুল ইসলাম জানান, মিজানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম ‘শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত’ নামে একটি বই বের করেন। ওই বাইয়ের বিভিন্ন অংশে আল্লাহ ও তার রাসূল (স.
তিনি অভিযোগ করেন, মিজান অনেকের মত তার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। পরে টাকা চাইলে ‘মাওলা দিচ্ছে না’ জানিয়ে দিতে টালবাহানা শুরু করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা বলেন, মামলার আসামি হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। আবু নাইমের সম্পাদনায় প্রকাশিত ‘শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত’ নামের বইয়ের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাদের দু’জনের বিরুদ্ধে মামলা হয়।
এদিকে ‘পীর’ মিজানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরে আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম জ ন র রহম ন গ র প ত র কর শ য মনগর উপজ ল
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।