অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 18th, February 2025 GMT
অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের চাষাঢ়া এলাকায় তাঁরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বদলির আদেশ হয়। এই বদলির আদেশ বাতিলের দাবিতে গত রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর অধ্যক্ষের বদলির আদেশ বাতিল চেয়ে লিখিত আবেদন জমা দেন। আজ মঙ্গলবার একই দাবিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া সান্ত্বনা মার্কেটের সামনের সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে চাষাঢ়ায় সড়ক অবরোধ করে রাখে। এতে নগরীতে যানজটের সৃষ্টি হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ না করে ইউএনওর সঙ্গে আলোচনা করার জন্য বললে তারা অবরোধ তুলে নেয়।’
ইউএনও জাফর সাদিক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ শিক্ষার্থীদের বোঝানোর পর তারা সড়ক ছেড়ে দিয়েছে। শিক্ষার্থীরা এলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’
এ ব্যাপারে অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি আজ ছুটিতে আছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। আমি অধ্যক্ষ ছাড়াও ইংরেজির অধ্যাপক। অধ্যক্ষ হওয়ার পরও আমি শ্রেণিকক্ষে গিয়ে ইংরেজির ক্লাস নিতাম। হয়তো তারা এসব কারণে আমার প্রতি ভালোবাসা থেকে এসব করছে। আমি সরকারি চাকরি করি, বদলির সরকারি আদেশ হয়েছে, সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল জ র সরক র
এছাড়াও পড়ুন:
জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা ভাই ভাই টাওয়ার অফিসে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা সৈনিক দল নেতা মনির হোসেন মনিরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী, জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, জিয়া সৈনিক দল নেতা জাকির, ফেরদাউস বিজয়, ওমর ফারুক জয়, সানাউল্লাহ, মিজান, কবির, বাদল, রবিউল ইসলাম, টুটুল, খোনকসহ অনেকে।#