প্রায় ৪ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেনকে সভাপতি এবং ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেএম তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন– সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমন, সহ-সভাপতি আমিরুল ইসলাম আবির, ময়েন উদ্দিন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, মিরাজুল ইসলাম মিরাজ, সিরাজুম মনির, শরিফুল ইসলাম, সৌমিক উদ্দিন আহমেদ, ওলী উল্লাহ, সালমান সাদিক শুভ।

কমিটিতে আরো আছেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, প্রচার সম্পাদক রোমেল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিক, তথ্য ও গবেষণা সম্পাদক মেহেদি হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইরুজ আনিকা, ক্রীড়া সম্পাদক জাকির আল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি মুজাহিদ হোসেন বলেন, “যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তার সম্মান রাখার চেষ্টা করব। আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে পাবিপ্রবি ছাত্রদলকে আরো এগিয়ে নিয়ে যাব।”

ঢাকা/শাহীন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৮

ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৬ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি। খবর আল জাজিরার।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।

ওয়াশিংটন জানিয়েছে, ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে তারা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎস কমানো।

অন্যদিকে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বৃহস্পতিবার ৩২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে শুক্রবার সকালে চালানো হামলায় অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসে এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলোর মধ্যে একটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৫০৫ জন।

যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ