কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু
Published: 18th, February 2025 GMT
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার চাপায় নোহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নোহা আক্তার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নোহা দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে। ঘটনার সময় স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোচালক দিদার মিয়া অটোরিকশা ও তার মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া, অটোরিকশা জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-মেয়ে নিহত
নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন– বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইয়া আক্তার। এ ঘটনায় শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহরিয়ার শাকিল ও তাঁর মেয়ে মারা যান। স্ত্রী ও প্রাইভেটকার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত বাবা ও মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।