অবশেষে বাতিল হলো পাসপোর্টে পুলিশ ক্লিয়ারেন্স
Published: 18th, February 2025 GMT
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এখন থেকে পাসপোর্ট আবেদনকারীর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র ও জিরো থেকে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের জন্মসনদের তথ্য অনুযায়ী পাসপোর্ট ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ ফ্লোরে ও স্বামীর লাশ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, সবুজ ও শিউলী ৫-৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলীর মা দরজা খোলা না পেয়ে আমাদের জানান। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, আমাদের কাছে প্রথমে ৯৯৯-এ কল আসে। পরে থানার এসআই শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় আঘাতের চিহ্ন ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।