দামি গাড়িতে নয়, বরং রিকশা চালিয়ে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দলের বলাগর এলাকার এমএলএ ও দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে রিকশার প্যাডেলে পা রেখে শুরু হয় বিধানসভার অধিবেশনের উদ্দেশ্যে তার যাত্রা। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। 

নিরক্ষর মনোরঞ্জন ব্যাপারী কর্মজীবনের শুরুতে ছিলেন রিকশাচালক ছিলেন। রিকশাচালক হিসাবেই পার করেছেন জীবনের বেশিরভাগ সময়। পরবর্তীতে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সংস্পর্শে এসে সাহিত্য চর্চা শুরু করেন মনোরঞ্জন। অল্প সময়েই মেলে পরিচিতি। আর সেই সূত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটের টিকিট। রিকশাচালক থেকে সোজা এমএলএ। 

আরো পড়ুন:

ভারতকে মির্জা ফখরুল
বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন

মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স
গঙ্গার পানি, সার্কসহ দ্বিপক্ষীয় উদ্বেগ নিয়ে ঢাকা-দিল্লি বৈঠক

তৃণমূল বিধায়কের কথায়, ‘আমি একজন শ্রমজীবী মানুষ। আরো স্পষ্ট করে বললে বলতে হবে আমি একজন রিকশাচালক। জীবনে অনেক ধরনের কাজ করেছি তবে কোনো পেশা পরিচয় আমার গায়ে সেভাবে সেঁটে যায়নি, যেভাবে গেছে রিকশাচালক পরিচিতিটা। তৃণমূল কংগ্রেস মা-মাটি-মানুষের দল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও নারীরা এই দলে অগ্রাধিকার পায়।” 

পশ্চিমবঙ্গের সাবেক সরকার সিপিআইএমকে সূক্ষ্ম খোঁচা দিয়ে তিনি আরো জানান, “আমাদের এই বঙ্গে একটি রাজনৈতিক দল ৩৪ বছর ক্ষমতায় ছিল। তারা নিজেদের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দল বলত। কিন্তু কোনো দিন বিধানসভায় এমএলএ পদের জন্য কোনো শ্রমিক, কৃষক বা মেহনতি মানুষকে টিকিট দেয়নি। দিয়েছেন মা-মাটি-মানুষের দল, তৃণমূল কংগ্রেসের সর্বমান্য নেত্রী, মমতা ব্যানার্জি।”

এমএলএ হোস্টেল থেকে রিকশা চালিয়ে বিধানসভায় যাওয়ার ঘোষণা মনোরঞ্জন ব্যাপারি আগেই দিয়েছিলেন। তাই এদিন রীতিমতো ভিড় জমে তার কর্মসূচি ঘিরে। বিরোধীরা অবশ্য এই কর্মসূচিকে নাটক বলেই ব্যাখ্যা করেছেন। রিকশা চালিয়ে ভেতরে যাওয়ার অনুমতি না পেয়ে গেট দিয়ে হেঁটেই বিধানসভায় ঢোকেন এমএলএ মনোরঞ্জন ব্যাপারি।

কলকাতা/সুচরিতা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ধ নসভ

এছাড়াও পড়ুন:

সাবাশ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকদিয়ে ঢুকলেই নিতুন কুন্ডুর তৈরি ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি চোখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব অকুতোভয় শিক্ষক-ছাত্র প্রাণ উৎসর্গ করেন তাদের স্মৃতিকে চির অম্লান করে রাখার উদ্যোগে গড়ে তোলা হয় এ ভাস্কর্যটি। ১৯৯১ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৪০ বর্গফুট জায়গার ওপর ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে। এতে দু’জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি রয়েছে। একজন রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আছেন আর তাঁর বাম বাহুটি মুষ্টিবদ্ধ করে জাগানো। অন্যজন রাইফেল হাতে দৌড়ের ভঙ্গিতে রয়েছেন। তার পরনে প্যান্ট, মাথায় এলোমেলো চুলের প্রাচুর্য, যা কিনা আধুনিক সভ্যতার প্রতীক। এ দু’জন মুক্তিযোদ্ধার পেছনে ৩৬ ফুট উঁচু একটি দেওয়ালও দাঁড়িয়ে আছে। দেওয়ালের ওপরের দিকে রয়েছে একটি শূন্য বৃত্ত, যা দেখতে সূর্যের মতোই। ভাস্কর্যটির নিচের দিকে ডান ও বাম উভয় পাশে ছয় ফুট বাই পাঁচ ফুট উঁচু দুটি ভিন্ন চিত্র খোদাই করা হয়েছে। ডান দিকের দেওয়ালে রয়েছেন দু’জন যুবক-যুবতী। বাম দিকের দেওয়ালে রয়েছে মায়ের কোলে শিশু, দু’জন যুবতী একজনের হাতে পতাকা। পতাকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে গেঞ্জি পরা এক কিশোর। 

সম্পর্কিত নিবন্ধ

  • বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি
  • শ্রম ভবনের সামনে বেতনের দাবিতে আন্দোলন, অসুস্থ হয়ে একজনের মৃত্যু
  • কেরানীগঞ্জে ব্যবসায়ীকে খুন—‘অনেক যন্ত্রণা ও কষ্ট দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে’
  • বদলির পরও যাচ্ছিলেন না বিএমডিএ’র ইডি, বের করা হলো জোর করে
  • যেভাবে ভালো থাকবে এসি
  • ‘ডিভোর্সের পর বাচ্চাদের সঙ্গে ওদের বাবার সম্পর্ক নষ্ট করিনি’
  • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
  • ৮২ বছর বয়সেও লড়াকু রানী হামিদ
  • নাফ নদীতে ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের বিষয়টি গুজবনির্ভর অপপ্রচার: বিজিবি
  • সাবাশ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়