চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। পেসার লকি ফার্গুসন ডান পায়ের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে চোট পান ফার্গুসন। এ কারণে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও পুরনো চোটই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভেঙে দেয়।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড ফার্গুসনের ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, ‘লকির জন্য সত্যিই খারাপ লাগছে। সে আমাদের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার কাজে লাগত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

চলতি সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্স ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান। এবার সেই তালিকায় যোগ দিলেন ফার্গুসনও। তার পরিবর্তে দলে আসা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। প্রায় এক বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন এই ডানহাতি পেসার।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। চোট সমস্যা মোকাবিলা করেও দলটি ভালো কিছুর আশা করছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ