ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ওয়ালে বাসের ধাক্কা, ছিটকে পড়ে সুপারভাইজার নিহত
Published: 18th, February 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস থেকে ছিটকে সড়কে পড়ে এক সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুবায়ের শেখ (৩৫)। তিনি খুলনা সদরের তুতপাড়া মহল্লার আবুল হাসানের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ঘটনাস্থলে খুলনা থেকে ঢাকাগামী জি এম এস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সাইড ওয়ালে ধাক্কা দেয়। এ সময় বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন সুপারভাইজার জুবায়ের শেখ। বাস থেকে ছিটকে পড়ে তিনি কংক্রিটের সঙ্গে ধাক্কা খান। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় জুবায়েরের বাবা আবুল হাসান বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে শিবচর হাইওয়ে থানায় একটি মামলা করেছেন। ওই বাসের চালককে আসামি করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদ ও রামনবমী উদ্যাপন নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ সরকার, বড় মিছিল করার ঘোষণা বিজেপির
প্রতিবারের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গে মার্চের শেষ এবং এপ্রিল মাসের গোড়ায় ঈদ এবং রামনবমী উদ্যাপিত হতে যাচ্ছে। এ নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে পুলিশ। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের গোড়ায় রামনবমী পর্যন্ত বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ৬ এপ্রিল রামনবমীর দিন এবং তার আগে শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভায় বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়ে তাঁরা রামনবমী পালন করবেন।
আগামী বছর এই সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে মাঠপর্যায়ে নিজেদের ক্ষমতা প্রদর্শনের একটা বড় সুযোগ রামের জন্মদিন বা রামনবমী উদ্যাপন। প্রতিবারই এই দিনটা আসে ঈদের পরেই এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রামনবমীর প্রস্তুতি শুরু হয়ে যায় রমজান চলাকালে। ফলে সব সময়ই গন্ডগোলের একটা আশঙ্কা থাকে। এবারও আছে।
পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি প্রশাসনের মাথায় থাকে। নতুন করে কিছু করার বা বলার নেই। প্রতিবারই যে নিরাপত্তাব্যবস্থা থাকে, এবারও তা থাকবে। প্রশাসনের তরফে শান্তিপূর্ণভাবে ঈদ ও রামনবমী উদ্যাপনের আবেদন জানানো হয়, এবারও হবে। নির্বাচন দেরি আছে। ফলে এর সঙ্গে বিষয়টিকে জুড়ে ভাবনাচিন্তা করা হচ্ছে না।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে একাধিক মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, যা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বেরোবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তাঁরা তাঁদের মতো মিছিল করবেন এবং কোনো রকম বাধা বরদাশত করা হবে না।
গত রোববার এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি বলেন, রামনবমী মিছিল নিয়ে কেউ বাধা দিতে এলে শান্তিপূর্ণভাবে তার মোকাবিলা এবং প্রতিরোধ করা হবে। যেকোনো ধরনের বাধার মোকাবিলা করতে হবে। এমনকি প্রশাসনও বাধা দিলে তার বিরোধিতা করতে হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাত সহ্য করা হবে না।
এর আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন, রাজ্যের রামনবমী উদ্যাপনে বাধা দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া হবে না। রামনবমী উপলক্ষে সারা রাজ্যে ১ কোটি মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
রামনবমীতে নানা ধরনের অস্ত্র হাতে মিছিল করা হয়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন অঞ্চলে মিউজিক বক্স বাজিয়ে গান চালানো, স্লোগান বা ছোটখাটো বাদানুবাদ থেকে বিতর্ক সৃষ্টি হয়। এর থেকে মার্চের শেষ ও এপ্রিলের গোড়ায় মাঝারি ধরনের সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশের কর্মকর্তা বলেন, ‘সবকিছু মাথায় রেখে এই সময়ে নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়। তবে আগামী বছরে নির্বাচনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে আমার মনে হয় না। কারণ, নির্বাচনের অনেক দেরি আছে। নির্বাচনের সঙ্গে এই সময়ের উৎসব-অনুষ্ঠানকে মিলিয়ে দেখা হয় না।’