সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পতিত আওয়ামী সরকারের সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

উল্লেখ্য, মো.

জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এনজে

উৎস: SunBD 24

কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম

এছাড়াও পড়ুন:

ডব্লিউএইচওর পরিচালক হতে বিএসএমএমইউতে শিক্ষকতার ভুয়া যোগ্যতা দেখান সাময়া ওয়াজেদ

সায়মা ওয়াজেদ (পুতুল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) শিক্ষকতার মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের আবেদন করেছিলেন এবং পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন অভিযোগ করে মামলা করেছে দুদক। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দুটি করেন। সায়মা ওয়াজেদ ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। ২০২৩ সালের ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন তিনি। গত বছর ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগের জন্য সিভিতে ২০২৩ সালে বিএসএমএমইউয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়াল কার্যাক্রমে অংশগ্রহণ এবং অটিজম ও মানসিক সমস্যাসংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন। কিন্তু বিএসএমএমইউয়ে তাঁর শিক্ষকতা এবং এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার কোনো তথ্য নেই। পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য সিভিতে জাল–জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া যোগ্যতা দেখিয়ে আবেদন করেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

অপর মামলার এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে সায়মা ওয়াজেদ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সূচনা ফাউন্ডেশনকে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি ৫ লাখ টাকা দিতে বাধ্য করেন। ২০১৪ সালে সায়মাকে দুই বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। পরে ২০১৭ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির কার্যাবলি সম্পাদনে সহায়ক ও পরামর্শ প্রদানের জন্য গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনেছেন তপন চৌধুরী
  • প্রথম দুই প্রান্তিকে মুনাফা কমেছে সামিট পাওয়ারের
  • শেয়ার কারসাজি: ১৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৯০ কোটি টাকা অর্থদণ্ড
  • হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
  • কৃষক ও তৈরি পোশাকশ্রমিকদের ব্যাংক হিসাব বেশি বেড়েছে
  • ১৯ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
  • ইসরায়েলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
  • আমিরাতে ২৫ ভারতীয়কে মৃত্যুদণ্ড
  • আগামী দিনের পথ নির্মাণ করবে তরুণরাই
  • ডব্লিউএইচওর পরিচালক হতে বিএসএমএমইউতে শিক্ষকতার ভুয়া যোগ্যতা দেখান সাময়া ওয়াজেদ