Risingbd:
2025-02-22@23:25:35 GMT

হবিগঞ্জে প্রাইভেট কারে আগুন

Published: 18th, February 2025 GMT

হবিগঞ্জে প্রাইভেট কারে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ আহত হননি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে বলে জানান নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন।

নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, ‍“জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি প্রাইভেট কার আগুনে জ্বলছে দেখতে পাই। পরে আমরা গাড়ির আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কেউ আহত হননি। গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।” 

আরো পড়ুন:

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু

৩২ নম্বরের বেজমেন্টে পানি ছাড়া ‘কিছু পাওয়া যায়নি’

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত হননি।”

ঢাকা/মামুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ